পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२br শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৫, ১১ মার্চ। - ---- ہمی ہ۔-سے حی حی حصر ہے جبر ہی ন, বিশুদ্ধ ঈশ্বর-প্রেম ? মাটির প্রতিমাতে এতো ষোড়শোপচারে ঈশ্বরের পূজা ও সেবা হয় ; আর শুদ্ধনরদেহে কি হয় না ? তা ছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায়! জন্ম জন্ম সাঙ্গোপাঙ্গ ! "নরেন্দ্রকে দেখতে দেখতে বাহাজগৎ ভুলে গেলেন ; ক্রমে দেহী নরেস্ত্রকে ভুলে গেলেন ; (apparent man ) বাহ্যিক মহন্তকে ভুলে গেলেন ; (Real man ) প্রকৃত মনুষ্যকে দর্শন করতে লাগলেন ; অখণ্ড সচ্চিদানন্দে মন লীন হইল, র্যাকে দর্শন ক’রে তখনও অবাক স্পন্দহীন হয়ে চুপ ক’রে থাকেন, কখনও বা ‘ওঁ’ ‘ওঁ’ বলেন, কথন বা মা মা ক’রে বালকের মত ডাকেন, নরেন্দ্রের ভিতর তাকে বেশী প্রকাশ দেখেন । নরেন্দ্র নরেন্দ্র ক'রে পাগল ! "নরেন্দ্র অবতার মানেন নাই, তার আর কি হ’য়েচে ! ঠাকুরের দিব্য চক্ষু ; তিনি দেখিলেন যে, এ অভিমান হ’তে পারে। তিনি যে বড় আপনার লোক, তিনি যে আপনার মা, পাতানো মা ত নন। তিনি কেন বুঝিয়ে দেন না, তিনি কেন দপ, ক’রে আলো জেলে দেখিয়ে দেন না ! তাই বুঝি ঠাকুর ব’ল্পেন— ‘মান কয়লি ত কয়লি, আমরাও তোর মানে আছি । “আত্মীয় হ’তে যিনি পরমাত্মীয়, তার উপর অভিমান ক’বৃবে না, ত কার উপর অভিমান করবে। ধন্য নরেন্দ্রনাথ, তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালবাসা ! তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন!” এইরূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তের গৃহে প্রত্যাবর্তন করিলেন।