পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | ம்_. | نتیجه اح= tع خم e = }حه ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্ৰীযুক্ত ঈশান মুখোপাধ্যায়, ডাক্তার সরকার, শ্ৰীযুক্ত গিরিশ ঘোষ প্রভৃতি ভক্তের সঙ্গে আনন্দ ও কথোপকথন । । ഘഞ്ഞു. 22nd OCTOBER 1885. প্রথম পরিচ্ছেদ । [ গৃহস্থাশ্রমকথাপ্রসঙ্গে । ] আশ্বিন মাসের শুক্ল চতুর্দশী তিথি । সপ্তমী, অষ্টমী ও নবমী তিন দিন ধরিয়া মহামায়ার পুজা মহোৎসব হইয়া গিয়াছে। দশমীতে বিজয় ও তছপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে কলিকাতার অস্তবৰ্ত্ত সেই খামপুকুর নামক পল্লীতে বাস করিতেছেন। শরীরে কঠিন ব্যাধি, গলায় ক্যান্সার (Cancer)। বলরামের বাড়ীতে যখন ছিলেন কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন। তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, এ রোগ সাধ্য না অসাধা । কবিরাজ এ প্রশ্নের উত্তর দেন নাই, চুপ করিয়া ছিলেন । ইংরাজী ডাক্তারেরাও রোগটি অসাধ্য, "এ কথা ইঙ্গিত করিয়াছিলেন। এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। আজ বৃহস্পতিবার—২২শে অক্টোবর, ১৮৮৪ খৃষ্টাব্দ। শুামপুকুরস্থিত একটী দ্বিতল গৃহমধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণ, একটা দুতলা ঘরের মধ্যে শষ্য। রচনা হইয়াছে—তাহাতে উপবিষ্ট। ডাক্তার সরকার, ক্রযুক্ত ঈশানচত্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সম্মুখে এবং চারিদিকে সমাসীন। ঈশান বড় দানী