পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭૨ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৫,২২ অক্টোবর।

  • ^^*

হেঁটমুখ হয়ে, চেকনীচু ক’রে ছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, ‘হে জনক ! তোমার এখনও স্ত্রীলোক দেখে ভয় ? পুর্ণজ্ঞান হ’লে পাচ বছরের ছেলের স্বভাব হয়,—তখন স্ত্রীপুরুষ বলে ভেদবুদ্ধি থাকে না । го “যাই হোক যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনও ক্ষতি হয় না। চন্ত্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। [ জ্ঞানের পর কৰ্ম্ম—লোকসংগ্ৰহাৰ্থ । ] “কেউ কেউ জ্ঞানলাভের পর লোকশিক্ষার জন্য কৰ্ম্ম করে, যেমন জনক ও নারদাদি । লোক-শিক্ষার জন্য শক্তি থাকা চাই । ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন । নারদাদি আচাৰ্য্য লোকের হিতের জন্য বিচরণ ক’রে বেড়াতেন। তারা বীরপুরুষ । “হাবাতে কাঠ যখন ভেসে যায়, পাখী একটা বসলে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায়, তখন গরু, মানুষ, এমন কি হাতী পৰ্য্যন্ত তার উপর যেতে পারে। Steam Boat আপনিও পারে যায়, আবার কত মাছুষকে পার করে দেয় । "নারদাদি আচাৰ্য্য বাহাদুরি কাঠের মত, Steam Boatএর মত । "কেউ খেয়ে গামছা দিয়ে মুখ পুছে বসে থাকে পাছে কেউ টের পায়। (সকলের হাস্ত )। আবার কেউ কেউ একটা আম পেলে, কেটে একটু একটু সকলকে দেয়, আর আপনিও খায়। "নারদাদি আচাৰ্য্য সকলের মঙ্গলের জন্য জ্ঞানলাভের পরও ভক্তি ল’য়ে ছিলেন।” • দ্বিতীয় পরিচ্ছেদ । [ জ্ঞানযোগ ও ভক্তিযোগ। যুগধৰ্ম্মকথাপ্রসঙ্গে। ] m ডাক্তার। জ্ঞানে মাহুষ অবাক হয়, চক্ষু বুজে যায়, আর চক্ষে জল আসে। তখন ভক্তি দরকার হয় । ェア স্ত্রীরামকৃষ্ণ। ভক্তি মেয়েমানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে। জ্ঞান বারবাড়ী পর্য্যস্ত যায় । (সকলের হাস্ত্য )। ডাক্তার। কিন্তু অস্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না। বেণ্ডার। ঢুকতে পারে না। জ্ঞান চাই । ।