পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। কালীবাড়ী ও উষ্ঠান। • - יצי - SJeMJMJJAAAS AAAAA AAAA AAAAJJJAJMAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAeAMMSMJJJASAMMM MMMMS ৪ । খ্ৰীশ্ৰীভৰতারিণী মা কালী । - দক্ষিণের মন্দিরে স্বন্দর পাষাণময়ী কালীপ্রতিমা । মার নাম ভবতারিণী । শ্বেতকৃষ্ণমর্শ্বরপ্রস্তয়াবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ রেদী । বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপর শিব, শব হইয়া দক্ষিণদিকে মন্তৰউত্তরদিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেতপ্রস্তরনিৰ্ম্মিত । তাহার হৃদয়োপরি বাণারসী-চেলিপরিহিতা নানাভরণালঙ্কত এই স্বন্দর জিনয়নী । তামাকালীর প্রস্তরময়ী মূৰ্ত্তি । শ্ৰীপাদপদ্মে নূপুর, গুজরী, পঞ্চম, । পাজেব, চুটুকী—আর জবা বিৰপত্র । পাজেব পশ্চিমের মেয়ের পরে। পরমহংসদেবের ভারি সাধ, ভাই মথুরবাবু পরাইয়াছেন । মার হাতে সোণার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্রহাতে—বালা, নারিকেল-ফুল, পইচে বাউটি ; মধ্যহাতে —তাড়, ভাবিজ ও বাজু, তাবিজের ঝাপা দোদুল্যমান। গলদেশে চিক মুক্তার সাতনর মালা, সোণার বত্রিশ নর, তারাহার ও স্থবৰ্ণনিৰ্ম্মিত মুণ্ডমালা ; মাথায় মুকুট, কাণে কাণবালা, কাণপাস ; ফুলঝুম্কে, চৌদানী ও মাছ। নালিকায় নং, নোলক দেওয়া । ত্রিনয়নীর বামহস্তদ্বয়ে নৃমুণ্ড ও অসি, দক্ষিণহস্তদ্বন্ধে বরাভয় । কটিদেশে নরকর-মালা, নিমফল ও কোমরপাট । মন্দির মধ্যে উত্তরপূৰ্ব্ব কোণে বিচিত্র শষ্য। —ম বিশ্রাম করেন । দেওয়ালের একপার্থে চামর ঝুলিতেছে । ভগবান শ্রীরামকৃষ্ণ ঐ চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন । বেদীর উপর পদ্মাসনে রূপার গেলাসে জল । তলায় সারি সারি ঘটা, তন্মধ্যে খামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতুনিৰ্ম্মিত সিংহ, পূৰ্ব্বে গোধিক ও ত্রিশূল । বেদীর অগ্নিকোণে শিব, দক্ষিণে কাল প্রস্তরের বৃষ ও ঈশানকোণে হংস। বেদী উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুত্র সিংহাসনোপরি নারায়ণশিলা ; একপাশ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতুনিৰ্ম্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্ৰহ মূৰ্ত্তি, ও বাণেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্ত । ভবতারিণীর ঠিক সম্মুখে, অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘটস্থাপনা হইয়াছে। সিন্দুররঞ্জিত, পূজান্তে নানাকুস্কমবিভূষিত, পুষ্পমালাশোভিত, মঙ্গলঘট । দেওয়লের একপার্থে জলপূর্ণ তামার ঝারি —ম মুখ ধুইবেন। উদ্ধে মন্দিরের *ानि স্থা, বিগ্রহের পশ্চাৎদিকে স্বন্দর বাণারসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদীর চারি কোণে রৌপ্যময় স্তম্ভ। তদুপরি বহুমূল্য চন্দ্ৰাতপ—উহাতে প্রতিমার শোভা ৰন্ধন হইয়াছে। মন্দির দুহার। দালানটীর কয়েকটা ফুকর স্বর্চ কপাট খায়।