পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8ર ঐত্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৫, ২২ অক্টোবর। همهههای যে ওঁর Scienceএ ( ইংরাজী বিজ্ঞানশাস্ত্রে ) নাই । তবে কেমন করে বিশ্বাস হয় ? ( সকলের হাস্ত ) ৷ "একটা গল্প শোন । একজন এসে ব’ল্লে, ওহে ! ও পাড়ায় দেখে এলুম, অমুকের বাড়ী হুড় মুড়, ক’রে ভেঙ্গে পড়ে গেছে। যাকে ও কথা বল্লে, সে ইংরাজী লেখা পড়া জানে। সে বল্লে, দাড়াও, একবার খপরের কাগজখানা দেখি । থপরের কাগজ পড়ে দেখে, যে বাড়ীভাঙ্গার কথা কিছুই নাই । তখন সে ব্যক্তি বল্পে, ওহে তোমার কথায় আমি বিশ্বাস করি না । কই, বাড়ীভাঙ্গার কথা ত খপরের কাগজে লেখে নাই ! ও সব মিছে কথা ।” ( সকলের হাস্য )। গিরীশ ( ডাক্তারের প্রতি ) ৷ আপনার শ্ৰীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে। আপনাকে মানুষ মানতে দেব না। বলতে হবে Demon or God ( হয় সয়তান নয় ঈশ্বর ) । t [ সরলতা ও ঈশ্বরে বিশ্বাস । ] শ্রীরামকৃষ্ণ । সরল না হ’লে ঈশ্বরে চট্‌ ক’রে বিশ্বাস হয় না। বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দুর। বিষয়-বুদ্ধি থাকৃলে নানা সংশয় উপস্থিত হয়, আর নানা রকম অহঙ্কার এসে পড়ে—পাণ্ডিত্যের অহঙ্কার, ধনের অহঙ্কার, এই সব । ( ভক্তদের প্রতি ) ইনি ( ডাক্তার) কিন্তু সরল। গিরীশ ( ডাক্তারের প্রতি ) ৷ মহাশয়, কি বলেন ? কুরুটের কি জ্ঞান হয় ? ডাক্তার। রাম বলে ! তাও কখন হয় । শ্রীরামকৃষ্ণ । কেশব সেন কি সরল ছিল ! এক দিন ওখানে ( রাসমণির কালীবাড়ীতে ) গিছিল । অতিথিশালা দেখে বেলা চারটের সময় বলে, হাগা অতিথ-কাঙ্গালদের কখন খাওয়া হবে ? বিশ্বাস যত ৰাড়বে, জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায়, সে ছিড়িক ছিড়িক্ ক’রে দুধ দেয় । আর যে গরু শাক পাতা, খোস, ভূষী, জাব, যা দাও, গব, গব, ক’রে খায়, সে গরু হুড়হুড়, ক’রে দুধ দেয়। (সকলের হাস্ত) । । “বালকের মত বিশ্বাস না হ’লে ঈশ্বরকে পাওয়া যায় না । মা বলেছেন, *ও তোর দাদা’, বালকের ওমনি বিশ্বাস যে, ও আমার ষোল আনা দাদা। ৭ম ব'লেছেন, জুজু আছে ; তো ষোল আনা বিশ্বাস যে, ও ঘরে জুজু আছে। এইরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না।* , ... . -