পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮২ মার্চ। স্থরক্ষিত। একটা কপাটের কাছে চৌকীদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চ- , পাত্রে শ্ৰীচরণামৃত। মন্দিরশীর্ষ নবরত্নমণ্ডিত । নীচের থাকে চারিট চুড়া, মধ্যের থাকে চারিট ও সৰ্ব্বোপরি একটা । নীচের একট চুড়া এখন ভাঙ্গিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং ৩রাধাকাস্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। ৫ । লাট-মলিদ ভুল । - কালীমন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণদিকে সুন্দর সুবিস্তৃত নাটমন্দির। নাটমন্দিরের উপর শ্ৰীশ্ৰীমহাদেব ও নন্দী ভৃঙ্গী ! মার মন্দিরে প্রবেশ করিবার পূৰ্ব্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মহাদেবকে হাতজোড় করিয়া প্রণাম করিতেন— যেন তাহার আজ্ঞা লইয়। মন্দিরে প্রবেশ করিতেছেন। নাটমন্দিরে উত্তর দক্ষিণ দুই সারি অতি উচ্চ স্তম্ভ। তদুপরি ছাদ । স্তম্ভশ্রেণীর পূর্বদিকে ও পশ্চিমদিকে নাটমন্দিরের দুই পক্ষ । পূজার সময়, মহোৎসবকালে, বিশেষতঃ কালীপূজার দিন, নাটমন্দিরে যাত্রা হয় । এই নাটমন্দিরে রাসমণির জামাত। মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্তমেরু করিয়াছিলেন । এই নাটমন্দিরেই সৰ্ব্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন । ৩,৭। ভাড়ার, ভোপহত্তর, অতিথিশাল। বলিস্থলি । চক্‌মিলান উঠানের পশ্চিমপাশ্বে দ্বাদশমন্দির,আর তিন পাশ্বে একতলা ঘর । পূৰ্ব্বপাশ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার ‘মুচিঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেষ্ঠের ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি, সাধু, যদি অতিথিশালায় না খান, তাহ হইলে দপ্তরখানায় খাজাঞ্জীর কাছে যাইতে হয় । খাজাঞ্জী ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধা লন । নাটমন্দিরের দক্ষিণে বলিদানের স্থান । ビや l ○ーラfラー丁幸TI বিষ্ণুঘরের জন্য রান্না নিরামিষ । কালীঘরের ভোগের জন্য ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বঁটা লইয়া মাছ কুটিতেছে। অমাবস্তায় একটা ছাগ বলি হয় । ঠাকুরদের ভোগ দুই প্রহর মধ্যে হইয়া যায় । ইতিমধ্যে অতিথিশালায় এক এক খান। শালপাত লইয়া সারি সারি কাঙ্গাল, বৈষ্ণব, সাধু, অতিথি, আসিয়া বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথকস্থান করিয়া দেওয়া হয়। কৰ্ম্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় । খাজাঞ্জীর জন্য প্রসাক্ষ, র্তাহার ঘরে পছছাইয়া দেওয়া হয়। জানবাজারের বাবুরা আসিলে কুঠতে, থাকেন। সেইখানেই প্রসাদ পাঠান হয় । . . .