পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२88 শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮৫,২২ অক্টোবর। ডাক্তার। আবার এমন ঔষধ আছে, যাতে বুকে হাটু দিতে হয় না। যেমন হোমিওপ্যাথিকৃ । শ্রীরামকৃষ্ণ। উত্তম বৈদ্য বুকে হাটু দিলে কোন ভয় নাই । “বৈদ্যের মত আচাৰ্য্যও তিন প্রকার । যিনি ধৰ্ম্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোন খপর লন না, তিনি অধম আচাৰ্য্য। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বার বার বুঝান, যাতে উপদেশগুলি ধারণা, ক’ত্তে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালবাসা দেখান—তিনি মধ্যম থাকের আচার্য্য । আর যখন শিষ্যেরা কোনও মতে শুনছে না দেখে, কোনও আচাৰ্য্য জোর পর্য্যন্ত করেন, তারে বলি উত্তম আচাৰ্য্য। [ স্ট্রীলোক ও সন্ন্যাসী ; সন্ন্যাসীর কঠিন নিয়ম । ] শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি ) ৷ সন্ন্যাসীর পক্ষে কামিনী-কাঞ্চন ত্যাগ । স্ত্রীলোকের পট পর্য্যন্ত সন্ন্যাসী দেখবে না। স্ত্রীলোক কিরূপ জান ?—যেমন আচার তেঁতুল । মনে ক’ল্লে, মুখে জল সরে । আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না। - “কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয় ;—এ সন্ন্যাসীর পক্ষে । আপনার যত দূর পার স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে । মাঝে মাঝে নির্জন স্থানে গিয়ে ঈশ্বর চিন্তা করবে। সেখানে যেন ওরা কেউ না থাকে । তার পর ঈশ্বরেতে বিশ্বাস-ভক্তি এলে, অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে। দুই_একটা ছেলে হ’লে_ন্ত্রীপুরুষ দুইজনে ভাই বোনের মত থাকবে- আর - "معه مسیحید ماهید عباسعیسی مسیح بیص রকে সৰ্ব্বদা প্রার্থনা করবে, যাতে ইন্দ্রিয়-সুখেতে মন না যায়,—ছেলে श्रृंनै अंग्रेन इग्नु ।' 懿 ཅཁག་བརྒྱ་ལ་, গিরীশ (সহস্তে ডাক্তারের প্রতি)। আপনি এখানে-তিন চার ঘণ্ট। রয়েছেন ; কই, রোগীদের চিকিৎসা ক’ভে যাবেন না। " * - ডাক্তার। আর ডাক্তারি আর রোগী ! যে পরমহংস হয়েছে, আমার সব গেল ! ( সকলের হান্ত ) । । I به ئي শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি ) দেখ, কৰ্ম্মনাশ ব’লে একটী নদী আছে। সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ। ডুব দিলে কৰ্ম্মনাশ হয়ে যায়,— সে ব্যক্তি আর কোন কৰ্ম্ম ক’ত্তে পারে না। (ডাক্তারের ও সকলের হাস্ত)। .