পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুামপুকুর বাটা। ঈশান,ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে। ২৪৫ SSAS SSAS SSAS S S AAAA SSASAS SS SAAAASAASAA . . . . ." . . MiAMA SAeee eJMA SMJJJAAAA یحیی و ۹" یا "ر ۹ مه ۹" و " و یا ع ডাক্তার (মাষ্টার, গিরীশ ও অন্যান্য ভক্তদের প্রতি ) । দেখ, আমি তোমাদেরই রইলুম। ব্যারামের জন্য যদি মনে কর, তা হ’লে নয়! তবে আপনার লোক ব’লে যদি মনে কর, তাহ’লে আমি তোমাদের । [ অহৈতুকী ভক্তি । ] শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি ) ৷ একটা আছে—অহৈতুকী ভক্তি । এটা যদি হয়, তাহলে খুব ভাল ! প্রহ্নাদের অহৈতুকী ভক্তি ছিল। সেরূপ ভক্ত বলে, হে ঈশ্বর । আমি ধন, মান, দেহমুখ এ সব কিছুই চাই না! এই কর যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধাভক্তি হয় । ডাক্তার। হা, কালীতলায় লোকে প্রণাম ক’রে থাকে দেখেছি; ভিতরে কেবল কামনা—আমার চাকুরী ক’রে দাও, আমার রোগ ভাল ক’রে দাও,—এই সব । 来源 崇 来源 蒂 ডাক্তার ( শ্রীরামকৃষ্ণের প্রতি ) ৷ যে অমুখ তোমার হয়েছে, লোকদের সঙ্গে কথা কওয়া হবে না। তবে আমি যখন আসবে, কেবল আমার সঙ্গে কথা কইবে । ( সকলের হাস্ত )। রামকৃষ্ণ । এই অমুখটা ভাল ক’রে দাও ; দেখ, তার নাম-গুণ ক’ৰ্ত্তে পাই না। ডাক্তার। ধ্যান ক'ল্লেই হলো । - শ্রীরামকৃষ্ণ । সে কি কথা ! আমি এক ঘেয়ে কেন হবে ? আমি পাচ রকম ক’রে মাছ খাই । কখন ঝোলে, কখন ঝালে, অম্বলে, কখন বা ভাজায়। আমি কখন পুজ,_কখন জপ, কখন বা ধ্যান, কখন বা তার নাম গুণগান করি, কখন তার নাম ক’রে নাচি । \ ডাক্তার T_আমিও একঘেয়ে নই। s 来源 睿 • " * [ অবতার না মানিলে কি দোষ আছে ? ] শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি ) ৷ তোমার ছেলে অমৃত অবতার মানে না। তাতে দোষ কি ? ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় ; আবার সাকার ব’লে বিশ্বাস থাকূলেও তাকে পাওয়া যায়। তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া এই দুটা দরকার। মানুষ তো অজ্ঞান, ভুল হতেই পারে। এক সের ঘটাতে কি চার সের দুধ ধরে ?