পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত। c=tSEest =2fe | ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত শ্ৰীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী, শ্ৰীযুক্ত নরেন্দ্র, শ্ৰীযুক্ত মাষ্টার, শ্ৰীযুক্ত ডাক্তার সরকার, শ্ৰীযুক্ত মহিমাচরণ চক্রবত্তী প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ । 25th OCTOBER 1885, প্রথম পরিচ্ছেদ । 来源 আজ রবিবার, ১০ই কাৰ্ত্তিক, কৃষ্ণাদ্বিতীয় তিথি । ইংরাজি ২৫শে অক্টোবর, ১৮৮৫ খ্ৰীষ্টাব্দ । ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ সেই শু্যামপুকুরের বাড়ীতে অবস্থান করিতেছেন। গলার পীড়া ( Cancer ) চিকিৎসা করিতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। মাষ্টারকে ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য প্রত্যহ পাঠান হইয়া থাকে। আজ সকালে বেলা ৬০ টার সময় তাহাকে প্রণাম করিয়া মাষ্টার জিজ্ঞাসা করিলেন, “আপনি কেমন আছেন ?” ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, “ডাক্তারকে ব’ল্বে, শেষরাত্রে একমুখ জল হয় ; কাশি আছে” ইত্যাদি । “জিজ্ঞাসা করবে নাইবো কি না ?” মাষ্টার সাতটার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও ছুই একজন বন্ধু উপস্থিত ছিলেন । ডাক্তার ( বৃদ্ধ শিক্ষকের প্রতি ) ৷ মহাশয়, রাত তিনটে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হ’য়েছে ;–ঘুম নাই। এখনও পরমহংস চলছে ( সকলের হাস্ত ) ৷