পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミQミ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । ( ১৮৮৫,২৫ অক্টোবর । - - - حـد صيدجسيحيتعبديهيدهكومته محدده* AeeeSeAAA AAAA AAAA AAAA AAAA AAAASAASAASAASAASAA AAAASAAAA AMMAAA SAAAAA AAAA AAAASAAAAS AAAAA AAAAeAAA AAAAAS SAAAA SAS A SAS SSAS به همراه AA AA ASASASA AAAA SAeSMAMS MAAASAASAA AAAS কুস্থমে তোমার কান্তি, সলিলে তোমার শান্তি, বজ্ররবে রুদ্র তুমি ভীম ; তব ভাব গৃঢ় অতি, কি জানিবে মূঢ়মতি, ধ্যায় যুগযুগান্ত অসীম । আনন্দে সবে আনন্দে, তোমার চরণ বন্দে, কোটি চন্দ্র কোটি স্বৰ্য্য তারা ! তোমারি এ রচনারি, ভাব লয়ে নরনারী, হাহাকারে নেত্ৰে বহে ধারা । মিলি স্থর, নর, ঋতু, প্রণমে তোমায় বিভু, তুমি সৰ্ব্ব মঙ্গল-আলয় ; _ দেও জ্ঞান, দেও প্রেম, দেও ভক্তি, দেও ক্ষেম, দেও দেও ওপদে আশ্রয় । সেই ভক্তটা আবার গাহিলেন,— - ঝিঝিট—( খয়রা ) কীৰ্ত্তন । চিদানন্দ সিন্ধুনীরে প্রেমানন্দের লহরী। 勒 মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি। বিবিধ বিলাস রসপ্রসঙ্গ, কত অভিনব ভাবতরঙ্গ, ডুবিছে উঠিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি, (হরি হরি বলে ) মহাযোগে সমুদায় একাকার হইল, দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল, ( আশা পুরিল রে, আমার সকল সাধ মিটে গেল! ) এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, বলরে মন হরি হরি! ( ঝণপতাল । ) । টুটল ভরম ভীতি ধরম করম নীতি দূর ভেল জাতি কুলমান ; - কাহা হাম, কাহা হরি, প্রাণ মন চুরি করি, to বঁধুয়া করিলা পয়ান ; o