পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SAASAASAASAASAASAASAAMAMAMAMSAMAAAA بیمههایی هیچه শুামপুকুর বাটা। বিজয়, নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। ২৫৩

  • MMMMMMMMMMAMMMMMMMS MMMSMMM MMMMM MMMMMMM MMMMMMMMSMMMMMSMMMMMAMMAAAS

( আমি কেনই বা এলাম গো, প্রেমসিন্ধুতটে, ) ভাবেতে হওল ভোর, অবহি হৃদয় মোর, নাহি যাত আপনা পসান, প্রেমদাস কহে হাসি, শুন সাধু জগবাসী, এয়সাহি নূতন বিধান । ( কিছু ভয় নাই! ভয় নাই ! ) অনেকক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন । [ ব্রহ্মজ্ঞান ও 'আশ্চৰ্য্য গণিত।’ ] শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি ) ৷ কি একটা হয় আবেশে ; এখন লজ্জা হ’চ্চে। যেন ভূতে পায় ; আমি আর আমি থাকি না । “এ অবস্থার পর গণনা হয় না । গণ তে গেলে ১৭ ৮ এই রকম গণনা হয় । নরেন্দ্র। সব এক কি না । শ্রীরামকৃষ্ণ । না ; এক দুয়ের পার | * ম–চক্রবর্তী। আজ্ঞা হুঁ, দ্বৈতাদ্বৈতবিবজ্জিতম্। শ্রীরামকৃষ্ণ । হিসাব পচে যায় ! পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। তিনি শাস্ত্র,—বেদ, পুরাণ, তন্ত্রের—পার। হাতে একখান বই যদি দেখি, ' জ্ঞানী হ’লেও তাকে রাজর্ষি ব’লে কই । ব্রহ্মর্ষির কোন চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো ? একজন চিঠি লিখেছিল, ‘পাঁচ সের সন্দেশ ও একখান কাপড় পাঠাইবে । যে চিঠি পেলে, সে চিঠি পড়ে /৫ সের সন্দেশ ও একখান কাপড় এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিলে। আর চিঠির কি দরকার ? - [ অবতারের প্রয়োজন । ] বিজয় । সন্দেশ পাঠান হয়েছে, বোঝা গেছে! - শ্রীরামকৃষ্ণ । মানুষদেহ ধারণ করে, ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সৰ্ব্বস্থানে সৰ্ব্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হ’লে জীবের আকাঙ্ক্ষা পুরে না ; প্রয়োজন মেটে না। কি রকম জানো ? গরুর যেখানটা ছোবে, গরুকে ছোয়াই হয় বটে ; শিঙ্গটা ছুলেও গাইটাকে ছোয়া হোলো ; কিন্তু গাইটার বাট থেকেই দুধ হয় । (হাস্ত )

  • 5x5 go ofto–The Absolute as distinguished from the Relative.

القصصعص