পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [>ビ・ビ・C。 ર૭ অক্টোবর। و و \ به SAASAASAASAAMiSAMAMMAAASA SAASAASAASAASAASAAMMSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSMMMSS SSAS SSAS * ته =** SS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAe AeS eAAA SAAAAAS SASAASAASAASAASAAMeeaSAAAAAAS AAASASASSeeeSS SeeeS eAAASAAAA ডাক্তার ( বন্ধুর প্রতি ) । ওহে সেই গানটা গাও ত । বন্ধু গাইলেন,— - গীত । কর তার নাম গান, যত দিন রহে দেহে প্রাণ । র্যার মহিমা জলন্ত জ্যোতিঃ জগৎ করে হে আলো ; স্রোত বহে প্রেমপীযুষবারি সকল জীবস্থখকারী হে। করুণ স্মরিয়ে তস্থ হয় পুলকিত, বাক্যে বলিতে কি পারি ; র্যার প্রসাদে এক মুহূৰ্ত্তে সকল শোক অপসারি হে । উচ্চে, নীচে, দেশ দেশান্তে, জলগর্ভে, কি আকাশে ; অস্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে জিজ্ঞাসে হে। চেতন নিকেতন, পরশ রতন, সেই নয়ন অনিমেষ ; নিরঞ্জন সেই, যার দরশনে, নাহি রহে দুঃখ লেশ হে । ডাক্তার (মাষ্টারের প্রতি) । গানটী খুব ভাল ; নয় ? ঐ খানটা কেমন ? “অস্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে জিজ্ঞাসে !” মাষ্টার । ই, ওখানটী বড় চমৎকার ; খুব অনন্তের ভাব । ডাক্তার (সম্বেহে ) । অনেক বেলা হ’য়েছে, তুমি খেয়েছে। ত ? আমার দশটার মধ্যে খাওয়া হ’য়ে যায়, তার পর আমি ডাক্তারী করতে বেরুই । ন। খেয়ে বেরুলে অমুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবে মনে ক’রেছি । в মাষ্টার । তা বেশ তো মহাশয় । ডাক্তার। আচ্ছা, এখানে না সেখানে ? তোমরা যা বল । মাষ্টার । মহাশয়, এখানেই হ’ক, আর সেখানেই হ’ক, সকলে আহলাদ ক’রে খাবে। , ম কালীর কথা পড়িল । ডাক্তার। কালী ত একজন সাওতালী মাগী । ( মাষ্টারের উচ্চ হাস্য । ) মাষ্টার। ও কথা কোথায় আছে ? அ ডাক্তার। শুনেছি এই রকম। ( মাষ্টারের হাস্ত। ) পূৰ্ব্ব দিন ঐযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর ও অন্যান্য ভক্তের ভাবসমাধি হইয়াছিল। ডাক্তারও উপস্থিত ছিলেন। সেই কথা হইতে লাগিল। r_: