পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু্যামপুকুর বাট। সরকার, গিরীশ প্রভৃতি ভক্ত সঙ্গে । ༤༤༠ SSASAS A SAS SSAS SSAS SSASAMAMMAMAMAMAMAMAMAMAMAAA SAAAA \_Af w_r" • ASJSJAAASASASeSeSeAeeeJ AMAe /്."."\,\സ്\l്ക്........... "ناحیه ۴۶۹ یا ۶ ه আমায় সেই রং দাও । সেইরূপ পরমহংসদেবের ভিতরে সব ভাব আছে,— সব ধৰ্ম্মের, সব সম্প্রদায়ের লোক র্তার কাছে শাস্তি পায় ও আনন্দ পায় । তার যে কি ভাব, কি গভীর অবস্থা, তা কে বুঝবে ? EfFtz i All things to all men ! sfs stai RR, although St. Paul says it. o মাষ্টার। পরমহংসদেবের অবস্থা কে বুঝবে ? তার মুখে শুনেছি, স্থতার ব্যবসা না করলে ৪০ নং স্থতা আর ৪১ নং স্থতার প্রভেদ বুঝা যায় না । Painter Rl s’tās Paintereag art বুঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব । Christএর ন্যায় না হ’লে Christএর সব ভাব বুঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো Christ যা ব’লেছিলেন তাই,—‘Be perfect as your Father in heaven is perfect.’ 崇 事 事 * ডাক্তার। আচ্ছ, তার অসুখের তদারক তোমারা কিরূপ কর ? মাষ্টার। আপাততঃ প্রত্যহ একজন superintend করেন, যাহাদের বয়স বেশী। কোন দিন গিরীশ বাবু, কোন দিন রাম বাবু, কোন দিন বলরাম, কোন দিন স্বরেশ বাবু, কোন দিন নবগোপাল, কোন দিন কালী বাবু ; এই রকম । samummara তৃতীয় পরিচ্ছেদ । [ ভক্তসঙ্গে । ] - p এই সকল কথা হইতে হইতে শ্ৰীশ্ৰীঠাকুর পরমহংসদেব শুামপুকুরে ষে বাড়ীতে চিকিৎসার্থ অবস্থান করিতেছেন, সেই বাড়ীর সম্মুখে ডাক্তারের গাড়ী আসিয়া লাগিল। তখন বেলা ১টা হইয়াছে । ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন। অনেক গুলি ভক্ত সম্মুখে উপবিষ্ট ; তন্মধ্যে ত্রযুক্ত গিরীশ ঘোষ, ছোট নরেন্দ্র, শরৎ ইত্যাদি। সকলের দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে। সকলে যেন মন্ত্ৰমুগ্ধ সৰ্পের ন্যায় রোজার সম্মুখে বসিয়া আছেন। অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছে । ডাক্তার ও মাষ্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন । ... • ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ‘আজ বেশ ভাল আছি।’ : - ক্রমে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল ।