পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্যামপুকুর বাটী। সরকার, গিরীশ প্রভৃতি ভক্ত সঙ্গে। ২৬৭ قیوم یحییس «عی -که به ডাক্তার। মহাশয়! যদি ঢং মনে করি, তা হ’লে কি এত আসি ? এই দেখ, সব কাজ ফেলে এখানে আসি, কত রোগীর বাড়ী যেতে পারি না, এখানে এসে ছয় সাত ঘণ্টা ধ’রে থাকি । - [ ‘ন যোৎস্তে’—ভগবগীতা । ] t শ্রীরামকৃষ্ণ । সেজে বাবুকে বলেছিলাম, তুমি মনে কোরো না, তুমি একটা বড় মানুষ, আমায় মানছে ব’লে আমি কৃতাৰ্থ হয়ে গেলুম ? তা তুমি মানো আর নাই মানো ! তবে একটা কথা আছে—মানুষ কি ক’বৃবে, তিনিই মানাবেন! ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড় কুটে ! ডাক্তার। তুমি কি মনে ক’রেছ অমুক তোমায় মেনেছে বলে আমি তোমায় মানবো ? 来源 举 婚,来 তবে তোমার সম্মান করি বটে, তোমায় regard করি, মানুষকে যেমন regard of— শ্রীরামকৃষ্ণ । আমি কি মানতে বলছি গা ? গিরীশ ঘোষ। উনি কি আপনাকে মানতে বলছেন ? ডাক্তার ( শ্রীরামকৃষ্ণের প্রতি ) ৷ তুমি কি বলছে ? ঈশ্বরের ইচ্ছা ? শ্রীরামকৃষ্ণ । তবে আর কি ব’লছি! ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি ক’র বে ? অর্জন কুরুক্ষেত্র যুদ্ধে ব’ল্লেন, আমি যুদ্ধ করতে পারবে৷ ন, জ্ঞাতি বধ করা আমার কৰ্ম্ম নয়। শ্ৰীকৃষ্ণ ব’ল্লেন, অর্জুন ! তোমায় যুদ্ধ করতেই হবে ; তোমার স্বভাবে করাবে ! শ্ৰীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন, এই এই সব লোক মরে রয়েছে !* 1 - “শিখরা ঠাকুর বাড়ীতে এসেছিল ;–তাদের মতে অশ্বখগাছে যে পাত নড়ছে, সেও ঈশ্বরের ইচ্ছায়—র্তার ইচ্ছা বই একটা পাতাও নড়বার ষো নাই। [Liberty or Necessity; Free will or God's will 21 ডাক্তার। যদি ঈশ্বরের ইচ্ছ, তবে তুমি বকে কেন ? লোকদের জ্ঞান দেবার জন্য অত কথা কও কেন ? শ্রীরামকৃষ্ণ । তিনি বলাচ্চেন, তাই বলি। আমি যন্ত্ৰ—তিনি যন্ত্রী। ডাক্তার। যন্ত্র তো বলছে ; হয় তাই বল, নয় চুপ ক’রে থাকে, সবই ঈশ্বর। গিরীশ (ডাক্তারের প্রতি ) ৷ মশাই যা মনে করুন। কিন্তু তিনি *āta, wiè of:-a single step against the Almighty will ( তীর ইচ্ছার প্রতিকুলে এক প) কেউ যেতে পারে ? w— • ময়ৈবৈতে নিহতা: পুৰ্ব্বমেৰ-লিমিগুমাত্ৰমৃ ভৰ সৰ্যসাচিন ।