পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । আভগদশ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত শ্ৰীযুক্ত নরেন্দ্র, গিরীশ ঘোষ, ডাক্তার সরকার প্রভৃতির কথোপকথন ও আনন্দ । 27th October, 1885. প্রথম পরিচ্ছেদ । [ ভজনানন্দে—সমাধিমন্দিরে । ] পরদিন ২৭এ অক্টোবর, ১৮৮৫ খ্ৰীষ্টাব্দ । মঙ্গলবার বেলা সাড়ে পাচট । আজ নরেন্দ্র, ডাক্তার সরকার, স্যামবস্থ, গিরীশ, ডাক্তার দোকড়ি, ছোট । নরেন্দ্র, রাখাল, মাষ্টার ইত্যাদি অনেকে উপস্থিত ছিলেন। . ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন । ডাক্তার পীড়াসম্বন্ধীয় কথার পর ও শ্রীরামকৃষ্ণের ঔষধ সেবনের পর - বলিলেন, তবে তামবাবুর সঙ্গে তুমি কথা কও, আমি আসি শ্ৰীরামকৃষ্ণ ও । এক জন ভক্ত বলিয়া উঠিলেন, ‘গান শুনবেন ? ডাক্তার। তুমি যে তিড়িং মিড়িং করে উঠ —ভাব চেপে রাখতে হবে । ডাক্তার আবার বসিলেন । তখন নরেন্দ্র মধুরকণ্ঠে গান করিতে লাগিলেন । তৎসঙ্গে তানপুর ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতে লাগিল । তিনি গাহিতে লাগিলেন, গীত । চমৎকার অপার জগৎ রচন! তোমার, শোভার আগার বিশ্ব-সংসার । অযুত তারকা চমকে রতন-কাঞ্চন-হার, :কত চন্দ্ৰ কত স্বৰ্য্য নাহি অস্ত তার । , শোভে বস্থদ্ধর ধনধান্তময়, হায়, পূর্ণ তোমার ভাণ্ডার ; হে মহেশ, অগণনলোক গায় ধন্য ধন্য এই গীতি অনিবার । নিবিড় অtধারে মা তোর চমকে অরূপরাশি । , তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরিগুহাবাসী ।