পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f ૨૧8 ঐত্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৫,২৭ অক্টোবর। সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হে, . যদি সে প্রেমকনকে, তব প্রেমমণি নাহি জড়িত রয় হে। তীক্ষুবিষ। ব্যালী সম সতত দংশয় হে, যদি মোহ পরমাদে, নাথ তোমাতে ঘটায় সংশয় হে । কি আর বলিব নাথ, বলিব তোমায় হে ; · তুমি আমার হৃদয়রতন মণি আনন্দনিলয় হে। “সতীর পবিত্র প্রেম” গানের এই অংশ শুনিতে শুনিতে ডাক্তার অশ্রুপূর্ণলোচনে বলিয়া উঠিলেন, আহা ! আহা ! নরেন্দ্র আবার গাহিলেন— 4. গীত । কত দিনে হবে সে প্রেম সঞ্চার । হয়ে পূর্ণকাম বোলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম-অশ্রদ্ধার ! কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি প্রেমের-বৃন্দাবন, সংসার-বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। , কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন, হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তিপথে অনিবার। (হায়) কবে যাবে আমার ধরম করম, কবে যাবে জাতি কুলের ভরম, কবে যাবে ভয় ভাবনা সরম, পরিহরি অভিমান লোকাচার। মাখি সৰ্ব্ব অঙ্গে ভক্তপদধূলি, কাজে লয়ে চির বৈরাগ্যের ঝুলি, পিব প্রেমবারি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেমযমুনার। প্রেমে পাগল হয়ে হাসিব কাদিব, সচ্চিদানন্দসাগরে ভাসিব, আপনি মাতিয়ে সকলে মাতাব, হরিপদে নিত্য করিব বিহার। দ্বিতীয় পরিচ্ছেদ । - [ জ্ঞান ও বিজ্ঞান বিচারে । ] ইতিমধ্যে ঠাকুর হীরামকৃষ্ণ বান্ধসংজ্ঞা লাভ করিয়াছেন। গান সমাপ্ত হইল। তখন পণ্ডিত ও মুখের—বালক ও বৃদ্ধের—পুরুষ ও স্ত্রীর-জাপামু s সাধারণের—সেই মনোমুখকর কথা হইতে লাগিল। সভাশুদ্ধ লোক নিন্ত সকলেই সেই মুখপানে চাহিয়া রহিয়াছে। এখন সেই কঠিন পীড়া কেঞ্জ