পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু্যামপুকুর বাট । সরকার,নরেন্দ্র,গিরীশ প্রভৃতি ভক্ত সঙ্গে। ২৭৭ SAASAASAASAASAASAASAeeAeMAMMSeSeMAAA AAAS S ASAAAA AAAAS eeAMAMAMeMS AAAAAS AAAAA AAAA AAAA AAAAAS SASAAAAAS AAAAASAAAMeMS ee AA AeeMAe MAeSeSeMASAMMMS eSeeSeMAAA AAAAS AAASASAAAAAS MAMAMeeAAA AAAAA শু্যামবক্ষ । তিনি ( ক-ঠাকুর ) আপনাকে খুব মানেন । শ্রীরামকৃষ্ণ । ওগো ব’লবো কি ! দক্ষিণেশ্বরে কালীবাড়ীতে একটা মেথরাণীর যে অহঙ্কার । তার গায়ে দু এক খান৷ গহন ছিল । সে যে পথ দিয়ে আসছিল, সেই পথে দু এক জন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। মেথরাণী তাদের বলে উঠলে, “এই ! সরে যা । তা অন্য লোকের অহঙ্কারের কথ। আর কি বলবে!’ [ পাপ পুণ্য । ] শ্যামবস্থ । মহাশয় ! পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব ক’বৃছেন, এ কি রকম কথা ? শ্রীরামকৃষ্ণ । কি তোমার সোণার বেণে বুদ্ধি ! নরেন্দ্র । সোণার বেণে বুদ্ধি, অর্থাৎ Calculating বুদ্ধি । শ্রীরামকৃষ্ণ । ওরে পোদে, তুই আম খেয়ে নে ! বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটী পাতা আছে, এ সব হিসাৰে তোর কাজ কি ? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা ! ( শ্যামবস্থর প্রতি ) তুমি এ সংসারে ঈশ্বর সাধন জন্য মানবজন্ম পেয়েছ। ঈশ্বরের পাদপদ্মে কিরূপে ভক্তি হয়, তাই চেষ্টা কর । তোমার এত শত কাজ কি ? ফিলজফী ( Philosophy ) লয়ে বিচার ক’রে তোমার কি হবে ? দেখ, আধপো মদে তুমি মাতাল হতে পার । শুড়ির দোকানে কত মণ মদ আছে, এ হিসাবে তোমার কি দরকার ? ডাক্তার। আর ঈশ্বরের মদ infinite ! সে মড়ের শেষ নাই ! ঐরামকৃষ্ণ ( শ্যামবস্থর প্রতি )। আর ঈশ্বরকে আম্মোক্তারী দাও না । তার উপর সব ভার দাও । সৎ লোককে যদি কেউ ভার দেয়, তিনি কি অন্যায় করেন ? পাপের শাস্তি দিবেন কি না দিবেন, সে তিনি বুঝবেন । ডাক্তার। তার মনে কি আছে, তিনি জানেন। মানুষ হিসাব ক’রে কি ব’লবে ? তিনি হিসাবের পার! A. * শ্রীরামকৃষ্ণ ( শুৗমবস্থর প্রতি) । তোমাদের ঐ এক \কলকাতার লোক গুলো ব’ল, ‘ঈশ্বরের বৈষম্যদোষ? কেন না, তিনি এক জনকে স্বখে রেখেছেন, আর এক জনকে দুঃখে রেখেছেন । শালাদের নিজের ভিতরও যেমন, ঈশ্বরের ভিতরও তেমনি দেখে! - - *