পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর । কালীবাড়ী ও উদ্যান = মনোহর পুম্পোদ্যান । তাহাতে আবার একজন চেতনমানুষ অহৰ্নিশি ঈশ্বরপ্রেমে মাতোয়ার হইয়া আছেন ! আনন্দময়ীর নিত্য উৎসব ! নহবৎ হইতে রাগরাগিণী সৰ্ব্বদা বাজিতেছে! একবার প্রভাতে বাজিতে থাকে, মঙ্গলবতির সময় । তার পর বেলা নয়টার সময়—যখন পূজা আরম্ভ হয়। তার পর বেল দ্বিপ্রহরের সময়—তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরাণীর বিশ্রাম করিতে যান। আবার বেলা চারিটার সময় নহবৎ বাজিতে থাকে—তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্ৰোখান করিতেছেন ও মুখ ধুইতেছেন । তার প্লর আবার সন্ধ্যারতির সময় । অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুরের শয়ন হয়, তখন আবার নহবং বাজিতে থাকে। - AMTS TTMMMASMSMMTTS TMTT দ্বিতীয় পরিচ্ছেদ । ১৮৮২–ফেব্রুভল্লারি ও মাচ মাসন ।

  • প্রথম দৰ্শন ! ]

তব কথামৃতং তপ্তজীবনম, কবিভিরীড়িতং কল্মষাপহম্। শ্রবণমঙ্গলং শ্ৰীমদাততম, ভুবিগৃণন্তি যে ভূরিদা জনা: , শ্ৰীমদ্ভাগবত, গোপীগীত, রাসপঞ্চাধ্যায় । গঙ্গাতীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ী । মা-কালীর মন্দির । বসন্তকাল, ইংরাজী ১৮৮২ খৃষ্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে। সন্ধ্যা হয় হয় । ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাষ্টার আসিয়া উপস্থিত । এই প্রথম দর্শন । মাষ্টার দেখিলেন, একঘর লোক নিস্তব্ধ হইয়। র্তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তাপোষে বসিয়৷ পূৰ্ব্বাস্ত হইয়া সহাস্তবদনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেজ্যায় বসিয়া আছেন। [ কৰ্ম্মত্যাগ কখন ? ] মাষ্টার দাড়াইয়া অবাকু হইয় দেখিতেছেন। র্তাহার বোধ হইল, যেন সাক্ষাৎ শুকদেব ভগবৎকথার্কহিতেছেন, আর সর্ব তীর্থের সমাগম হইয়াছে। অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দস্বরূপাদি ভক্তসঙ্গে বসিয়া আছেন 屬 કં - ভগবানের নাম গুণ কীৰ্ত্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, “যখুন একবার চিরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই