পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰী শ্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮২ মার্চ । من د. জন্য মাছের অম্বল, মাছের চড় চড়ি, মাছ ভাজা, এই সব ক’রেছেন । , যেট যার: ভাল লাগে । যেটা যার পেটে সয় –বুঝলে ?” “. . মাষ্টার। আজ্ঞা হা । - میته sحه .هیه - পঞ্চম পরিচ্ছেদ । ংসারার্ণবঘোরে য: কর্ণধারস্বরূপক: । নমোহস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্ৰীগুরবে নমঃ ॥ [ ভক্তির উপান্ত্র । ] মাষ্টার (বিনীত ভাবে ) । ঈশ্বরে কি ক’রে মন হয়। শ্রীরামকৃষ্ণ । ঈশ্বরের নাম গুণ গান সৰ্ব্বদা ক’বৃতে হয়। আর সৎসঙ্গঃ ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের_ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ষ্ট্র হয় না । মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিস্ত করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হ’লে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন । - - “যখন চারাগাছ থাকে, তখন তার চারিদিকে বেড় দিতে হয় । বেড়া ন দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। i. “ধ্যান ক’রূবে মনে, কোণে ও বনে। আর সর্বদ সদসংবিচার ক’রবে । ঈশ্বরই সৎ, কিনা, নিত্যবস্তু ; আর সব অসৎ, কিনা অনিত্য। এই বিচার ক’বৃতে ক’রতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। - মাষ্টার ( বিনীতভাবে)। সংসারে কি রকম ক’রে থাকতে হবে ? SKBBSuDBB uBBuSBBBBB BB BDS S শ্রীরামকৃষ্ণ । সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র, বাপ মা, সকলকে নিয়ে থাকৃবে ও সেবা করবে। যেন কত আপনার লোক । কিন্তু মনে জানবে যে, তারা তোমার কেউ নয়। “বড় মামুষের বাড়ীর দাসী সব কাজ ক’চ্ছে, কিন্তু দেশে নিজের বাড়ীর । দিকে মন পড়ে আছে। আবার সে, মনিবের ছেলেদের আপনার ছেলের মত মানুষ করে । বলে, ‘আমার রাম ‘আমার হরি । কিন্তু মনে বেশ জানে: —এর আমার কেউ নয় । . . . . . . .';* بي يطم “কচ্ছপ জলে চ’রে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জান :