পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীগুরুদেব শ্রীপাদপদ্মভরসা। পূজা ও নিবেদন । to _ & - مساس-چ a o ۔-- নিরঞ্জনং নিত্যমনন্ত রূপমৃ । ভক্তানুকম্পাদ্ভূতবিগ্ৰহং বৈ ৷ ঈশাবতারং পরমেশমীড্যম্ তং রামকৃষ্ণং শিরসা নমামঃ ॥ भl, - ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত। এ আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন। শ্ৰী শ্রীরামকৃষ্ণকথামৃত আমাদের এই নুতন নৈবেদ্য । ১লা ফাল্গুন, } আশীৰ্ব্বাদাকাঙ্ক্ষী, ృ\లి obr | আপনার প্রণত অকৃতী সস্তানগণ । - প্রথম সংস্করণের উপক্রমণিকা । ভক্তের ঠাকুর ত্রীরামকৃষ্ণকে দিবসের মধ্যে নানা অবস্থায় দেখিতেন। ঠাকুর ঈশ্বরাবেশে কখন একাকী, কখনও বা ভক্তসঙ্গে নানা ভাবে থাকিতেন। সেই সকল অবস্থা ও ভাবের কয়েকখানিমাত্র চিত্র শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতে আপাততঃ সন্নিবেশিত হইল। সেই চিত্রগুলি সুচিপত্রে উল্লিখিত হইয়াছে। অন্তরঙ্গ ভক্ত লইয়া ঠাকুরের আনন্দ ; ও বিদ্যাসাগর, কেশব, বঙ্কিম ইত্যাদি অনেক ভক্ত ও পণ্ডিতের সহিত দেখা—এ সমস্ত কথা পর পর খণ্ডে যথাসাধ্য বলিবার ইচ্ছা রহিল ইতি। কলিকাতা ১লা ফাল্গুন, ১৩০৮ সাল। মা, so আজ আবার শ্ৰীশ্ৰীঠাকুরের জন্মদিন ; ফাঙ্কনের শুক্লাদ্বিতীয়া । আজ আবার জন্মোৎসব আরম্ভ হইল। ইতিমধ্যে মা তোমার আশীবাদে ঐত্রীরামকৃষ্ণকথামৃত প্রথম ভাগের তৃতীয় সংস্করণ, ও দ্বিতীয় ভাগের প্রথম সংস্করণ, প্রকাশিত হইল। মা তুমি জগতের মা ; কৃপা