পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ ঞ্জঞ্জরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮২ মার্চ। । ঈশ্বর দর্শনের উপায় ] মাষ্টার। ঈশ্বরকে কি দর্শন করা যায়? · - শ্রীরামকৃষ্ণ । ই অবহু করা যায় । মাঝে মাঝে নির্জনে বাস , তার নাম । গুণ গান, বস্তু-বিচার ; এই সব উপায় অবলম্বন করতে হয় । - মাষ্টার । কি অবস্থাতে তাকে দর্শন হয় ? : শ্রীরামকৃষ্ণ । খুব ব্যাকুল হুপক্সে কাদলে তাকে দেখা ক্রান্ত্র । মাগ ছেলের জন্য লোকে এক ঘটি কাদে ; টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় ; কিন্তু ঈশ্বরের জন্য কে র্কাদছে ? ডাকার মত ভাক্তে হয়। - এই বলিয়া ঠাকুর গান ধরিলেন— গীত । ভণক দেখি মন্ন ডাকার মত কেমন শু্যামা থাকৃতে পারে। কেমন হ্যাম থাকৃতে পারে, কেমন কালী থাকৃতে পারে ॥ & মন যদি একান্ত হও জবা বিশ্বদল লও। ভক্তি চন্দন মিশাইয়ে (মার) পদে পুষ্পাঞ্জলি দাও । “ব্যাকুলত হ’লেই অরুণ উদয় হ’ল । তার পর স্বর্ঘ্য দেখা দিবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। “তিন টান হ’লে তবে তিনি দেখা দেন–বিষয়ীর বিষয়ের উপর টান, মায়ের সন্তানের উপর টান, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি ক’ারও এক সঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। “কথাটা এই, ঈশ্বরকে ভালবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালবাসে, সতী যেমন পতিকে ভালবাসে, বিষয়ী যেমন বিষয় ভালবাসে। এই তিম জনের ভালবাসা, এই তিন টান, একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। - “ব্যাকুল হয়ে তাকে ডাক চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ ক’রে মাকে ডাতে জানে। মা তাকে যেখানে রাখে, সেইখানে থাকে-কখনও হেঁশালে, কখনও মাটীর উপর, কখনও বা বিছানার উপর রেখে দেয়। ভাৱ কষ্ট হ’লে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শৰ শুনে এসে পড়ে।” & ക കാ