পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९ জঞ্জরামকৃষ্ণকথামৃত , [ ১৮৮২ মার্চ। AMM MASA AMAAA AAAASAAAAS AAAAA AAAA SAAAAA SAAAAA AAAA AAAA SAAAAA AAAA SAAAAAS AAAS SAAAASAASAASAASAASAAMS MMM AAAASAAAAASA SAAAASAAAA SAASASASeeAMAAASAAAA تهیه که এক দিন এক জন রাখাল কাছে গিয়ে ল্যাজ, ধীরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলে৷ আর সে অচেতন হয়ে পড়লো। নড়ে না, চড়ে না। রাখালের মনে ক’রলে ষে সাপটা ম’রে গেছে । এই মনে ক’রে তারা সব চ’লে গেল। o “অনেক রাত্রে সাপের চেতন হ’লে। তখন সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্ভের ভিতর চলে গেল। শরীর চূর্ণ হয়ে গিছলো। নড় বার শক্তি নাই। অনেক দিন পরে যখন অস্থিচৰ্ম্মসার হয়ে গেছে, তখন বাহিরে. জাহারের চেষ্টায় রোজ রাত্রে এক একবার চ’রতে আসতো। ভয়ে দিনের বেলা আস্ত না । মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণধারণ করতো। - “প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান ক’লে ৷ রাখালের ব’ল্লে, সে সাপটা ম’রে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হ’লে না। সে জানে, ষে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হ’লে দেহত্যাগ হবে না। খুজে খুজে সেই দিকে তার দেওয়া নাম ধরে, ভাস্কৃতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গৰ্ত্ত থেকে বেরিয়ে এলো, ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে “তুই কেমন আছিল ?” সে ব’লে, “আজ্ঞে ভাল আছি।” ব্রহ্মচারী ব’লে, “তবে তুই এত রোগ হ’য়ে গিছিস কেন?” সাপ ব’ল্লে, “ঠাকুর । আপনি আদেশ! করেছেন,—ক’ারও হিংসা কোরো না । তাই পাতাট, ফলটা খাই ব’লে বোধ হয় রোগ হ’য়ে গিছি!” ওর সত্ত্বগুণ হয়েছে কি না, তাই কারু উপর ক্ৰোধ নাই। সে ভুলেই গিছলো যে, রাখালেরা তাকে মেরে ফেলবার যোগাড় ক’ ! ব্রহ্মচারী ব’লে, “শুধু না খাওয়ার দরুণ এরূপ অন্ম হয় না, অৰঞ্চ আরো কোন কারণ আছে ; তুই ভেবে স্বাখ, ।” সাপটার ওয়ে মনে পড়লো যে, রাধালের তাকে আছাড়, মেরেছিল। তখন সে এই ? “ঠাকুর, এখন মনে পড়েছে বটে, রাখালের আমায় একদিন আছাড় । প্রবৃত্ত ছিল। তার অজ্ঞান, তার তো জানে না ষে, আমার মনের কি অবস্থা স্কর ষে কাহাকেও কামড়াৰ না বা কোনরূপ অনিষ্ট করবেন, তার কেমন ক’তা জানৰে ?” ব্ৰহ্মচারী ব’লে, “ছি! তুই এতে বোকা, আপনাকে রক্ষা কন । জানিল না ; আমি কামড়াতেই বারণ করেছি, কোষ করতে নয়! তে