পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e/وه করিয়া আশীৰ্ব্বাদ কর যেন ঠাকুরকে চিন্তা করিয়া দেশে দেশে ও সৰ্ব্বকালে, তোমার সকল সস্তানদের হৃদয়ে শান্তি ও আনন্দ হয় ও শ্ৰীপাদপদ্মে শুদ্ধ ভক্তি হয় । * o ২৪শে ফাল্গুন, ১৩১১ । | - একান্ত শরণাগত, - বুধবার, জন্মমহোৎসব । | মা তোমার প্রণত সন্তানগণ । শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত, চতুর্থ সংস্করণ । শ্ৰীশ্ৰীরামকৃষ্ণকথামৃত, চতুর্থ সংস্করণ, প্রকাশিত হইল। ইহাতে বোধ হইতেছে পাঠকসংখ্যা উত্তরোত্তর বাড়িতেছে । ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্ৰমুখে বলিয়াছেন যে র্তাহাকে চিন্তা করিলেই হইবে, আর কিছু করিতে হইবে না । তিনি জগতের আদর্শ, – তাহাকে চিন্তা করাই মুখ্য সাধন। আর সাধন যদি দরকার হয়, তিনিই সমস্ত করাইয়া লইরেন । ইতি কলিকাতা, কাৰ্ত্তিক সংক্রাস্তি, ১৩১৪ । भ, ং শ্ৰীশ্ৰীঠাকুরের জন্মমহোৎসব আবার উপস্থিত। আজ আবার শ্ৰীশ্ৰীকথা মূতে, পঞ্চম সংস্করণ হইল। ইহার ইংরাজী অনুবাদও হইয়াছে। আপনার আশীৰ্ব্বাদে এখন সমস্ত ভারতবর্ষে, ইউরোপে ও আমেরিকায় তাহার অমৃতময়ী কথা প্রচার হইতেছে। মা, আপনি কৃপা করিয়া আশীৰ্ব্বাদ করুন, যেন, ঠাকুর শ্ৰীশ্রীরাম কৃষ্ণের শ্ৰীপাদপদ্ম চিন্তা করিয়া লোকের শাস্তি, আনন্দ ও অস্তে ঈশ্বর লাভ হয় । ফাৰ্ত্তন, শুক্লাদ্বিতীয়, ১৩১৬। l শ্ৰীজন্মমহোৎসব । , | są গ্রন্থকারস্য । - শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত চারি ভাগ প্রকাশিত হইল। শ্ৰীম—বা “মাষ্টার’ Hi M ( a son of the Lord and servant ) একই ব্যক্তি । তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকিয় যে সকল ব্যাপার নিজের চক্ষে দেখিয়াছেন ব{ নিজের কর্ণে শুনিয়াছেন তাহাই এই গ্রন্থে বর্ণনা করিতে চেষ্টা করিয়াছেন। অন্ত ভক্তদিগের নিকট শুনিয়া লিখেন নাই। গ্রন্থের উপকূরণ সমস্তই তাহার দৈনন্দিন কাহিনী Diaryতে লিপিবদ্ধ ছিল। যেই দিনে দেখিয়াছেন বা শুনিয়াছেন সেই দিনেই সমস্ত স্মরণ করিয় Diaryতে লেখা হইয়াছিল । ইতি গ্রন্থকার । •ኖ