পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SAAAAAA SAAAAA AAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SS .~~ക്ഷ\ به سمه به هیه ছেন, দুই চারিজন ভক্ত দাড়াইয়া রহিয়াছেন। মাষ্টার আসিয়া গান শুনিতে লাগিলেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রছিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখন কোথাও শুনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাকৃ হইয়া রহিলেন । দেখিলেন, ঠাকুর দাড়াইয়া নিম্পক্ষ, চক্ষের পাত পড়িতেছে না। নিশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে! জিজ্ঞাস করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাষ্টার এরূপ কখনও দেখেন নাই, শুনেন নাই ! অবাক হইয়া তিনি ভাবিতে লাগিলেন, ভগবানকে, চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্যজ্ঞানশূন্ত হয় ? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকিলে এরূপ হয় ! গানটী এই— . . গীত । - - - “চিন্তক্স মম মালস হলি চিদঘল নিরঞ্জন। { কিবা অনুপম ভাতি, মোহন মূরতি, ভকত-হৃদয়-রঞ্জন । নবরাগে রঞ্জিত, কোট শশী বিনিন্দিত । ( কিবা ) বিজলি চমকে, সে রূপ আলোকে, পুলকে শিহরে জীবন।” .. - গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর ত্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন। দেহ রোমাঞ্চিত হইতে লাগিল । চক্ষু হইতে আনন্দাশ্র বিগলিত হইত্তে । লাগিল। মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতে লাগিলেন। না জানি কোটী ৷ শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন । এরই নাম কি ভগবানের চিন্ময়-রূপ-দর্শন ? কত সাধন করিলে, কত তপস্তার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে, এরূপ ঈশ্বর দর্শন হয় ? - আবার গান চলিতে লাগিল,— “হৃদি কমলাসনে ভজ তার চরণ, দেখ শাস্ত মনে, প্রেম নয়নে, অপরূপ প্রিয়দর্শন।" আবার সেই ভুবনমোহন হান্ত । শরীর সেইরূপ নিস্পষ্ট ! স্তিমিত লোচন ! কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন । আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন । - s এইবার গানের শেষ হইল । নরেন্দ্র গাইলেন— t “চিদানন্দরসে, ভক্তিযোগাবেশে, হওরে চিত্ত্বমগমঃ (চিদানন্দরসে, হরে ) (প্রেমানন্দরসে ) । সমাধির ও প্রেমানদের এই অদ্ভুত ছবি হৃদয়মধ্যে গ্রহণ করিয়া মাষ্টার