পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছবি দেখা যায়। ভক্তেরা এইমাত্র এত হাসিখুলী করিতেছিলেন, এখন সকলেই একদৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভূত অবস্থা নিরীক্ষণ করিতে লাগিলেন। সমাধি-অবস্থা মাষ্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। .. . অনেকক্ষণ পরে ঐ অবস্থার পরিবর্তন হইতে লাগিল ৷ দেহ শিথিল হইল। মুখ সহ্যস্ত হইল। ইক্রিয়গণ আবার নিজের নিজের কার্য্য করিতে লাগিল। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্র বিসর্জন করিতে করিতে ঠাকুর ৱাম ‘রাম এই নাম উচ্চারণ করিতে লাগিলেন । মাষ্টার ভাবিতে লাগিলেন, ‘এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন ? তখন ঠিক যেন পাচ বছরের বালক ! - ঠাকুর পূর্বপ্রকৃতিস্থ হইয়। আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। মাষ্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া ব’ল্লেন,—“তোমরা দু'জনে ইংরাজীতে কথা কও ও বিচার করে, আমি শুনবো।” মাষ্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন। দু’জনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাঙ্গালাতে । ঠাকুরের সামনে মাষ্টারের বিচার আর সম্ভব নয় । তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় এক রকম বন্ধ হইয়া গিয়াছে। আর কিরূপে তর্ক বিচার করিবেন ? ঠাকুর আর একবার জিদ করিলেন, কিন্তু ইংরাজীতে তর্ক করা হইল না । ত্বমক্ষরং পরমং বেদিতব্য, ত্বমস্ত বিশ্বস্ত পরং নিধানম্। ত্বমব্যয়ঃ শাশ্বতধৰ্ম্মগোপ্ত; সনাতনস্তুং পুরুষোমতো মে | . . . . . গীতা, বিশ্বরূপদৰ্শন, ১১, ১৮ । পাঁচটা বাজিয়াছে।ভক্ত, কয়টি যে যার বাড়ীতে চলিয়৷ গেলেন । কেবল মাষ্টার ও নৱেঞ্জ রছিলেন। নরেন্দ্র গাড় লইয়া হ্রাসপুকুরে ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাষ্টারও ঠাকুরবাড়ীর এদিক ওদিক পায়চারি করিতে লাগিলেন। কিংক্ষণ পরে কুঠার কাছ দিয়া হাসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন, খুকুরের দক্ষিণ দিকের সিড়ির চাতালের