পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত। faERE ఇ{ఆ | শ্ৰীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর ঐরামকৃষ্ণের । নৌকাবিহার, আনন্দ ও কথোপকথন । [ ১৮৮২, ২৭শে অক্টোবর । ] প্রথম পরিচ্ছেদ । । ‘সমাধি-মন্দিরে’ । আজ কোজাগর লক্ষ্মীপূজা। শুক্রবার ২৭এ অক্টোবর, ১৮৮২ খ্ৰীষ্টাৰ : ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ীর সেই পূৰ্ব্ব-পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় ( গোস্বামী ) ও হরলালের সহিত কথাবাৰ্ত্ত কহিতেছেন। একজন মালিয়, বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে আসিয়া উপস্থিত ! কেশবের শিয্যের আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বলিলেন, মহাশষ্ট্র জাহাজ আসিয়াছে, আপনাকে যাইতে হইবে , চলুন একটু বেড়াইয়া জালিীে * কেশব বাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন স্ট্র বেলা ৪টা বাজিয়া গিয়াছে । ঠাকুর নৌকা করিয়া,জাহাজে G?tडाइनों সঙ্গে বিজয় । নৌকায় উঠিয়াই বাহশূন্ত । সমাধিস্থ ! o . . মাষ্টার জাহাজে দাড়াইয়৷ এই সমাধিস্থ-চিত্র দেখিতেছেন। তিনি বেল ৩টার সময় কেশবের জাহাজে চড়িয় কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ, দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন, তাহাদের আনন্দ। বড় সাধ, গুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধুচরিত্রে ও বক্তৃতাবলে মাষ্টারের স্বায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাঁহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালবাসা দিয়াছেন; কেশৰ ইংরাজীপড়া লোক ; ইংরাজী দর্শন, সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেব-দেৰী, পূজাকে । অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লৈাক ঠাকুর ত্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন; এটি বিস্ময়কর ব্যাপার বটে ! তাহাদের মনের মিল কোন খানে বা কেমন করিয়া হইল, এ রহস্ত ভেদ করিতে

  • - \రి