পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

H8 শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮৯, ২৭ অক্টোবর। AMMAM MMMAeM SMSMSMSS MMM SMMMMSMMMMMM MMAiA MAS eeeMAM خمیٹھا دیہاہاہاہےم خ۔ .rw = مسلہ جم ، حیا. .- یہ ہمی...م ---- • S C SAeAAA AAAS S AAAAA ബ ബ * মাষ্টারাদি অনেকেই কৌতুহলাক্রান্ত হইয়াছেন । ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ নিরাকারবাদা বটেন, কিন্তু তিনি আবার সাকারবাদী ; ব্রহ্মের চিস্ত করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল, চন্দন দিয়া পূজাও করেন ও প্রেমে মাতোয়ার হইয়া নৃত্য গীত করেন। আবার খাট বিছানায় বসেন, লালপেড়ে কাপড়, জাম, মোজা, জুতা পরেন। কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর মত, তাই লোকে পরমহংস বলে । এদিকে কেশব নিরাকারবাদী ; স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরাজীতে লেকচার দেন, আবার সংবাদপত্র লেখেন ৪ বিষয় কৰ্ম্মও করেন । জাহাজে সমবেত কেশব-প্রমুখ ব্রাহ্মভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ীর শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্বদিকে অনতিদূরে বাধাঘাট ৭ ঠাকুরবাড়ীর চাদনী । জাহাজের আরোহীদের বামপাশ্বে চাদনীর উত্তরে স্বাদশ শিবমন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির । আরোহীদের দক্ষিণপাশ্বেও ছয় শিবমন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চড় শু উত্তরদিকে পঞ্চবটী ও ঝাউগাছের মাথাগুলি দেখা যাইতেছে । বকুলতলার নিকট একট, ও কালীবাড়ীর দক্ষিণ প্রান্তভাগে আর একট, নহবতখান । দুই নহবতখানার মধ্যবর্তী উদ্যানপথ ; ও তাহার ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ। শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবীজলে প্রতিভাসিত হইতেছে । বহিজগতে কোমল ভাব, ব্রাহ্মভক্তদের হৃদয়মধ্যে কোমলভাব ! উদ্ধে স্থদের স্বনীল অনন্ত আকাশ, সম্মুখে স্বন্দর ঠাকুরবাড়ী, নিম্নে পবিত্রসলিলা গঙ্গ, র্যাহার তীরে আর্য্য ঋষিগণ ভগবানের চিন্তু করিয়াছেন । আবার আসিতেছেন একটী মহাপুরুষ, যেন সাক্ষাৎ সনাতনধৰ্ম্ম এরূপ দর্শন মানুষের কপালে সৰ্ব্বদা ঘটে না। এরূপ স্থলে, সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উত্ৰেক হয়, কোন পাষাণহৃদয় না বিগলিত হয় ? - দ্বিতীয় পরিচ্ছেদ। - । বাসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহ্নাতি নরোহপরাণি । তথা শরীরাণি বিহায় জীর্ণান্তস্তানি সংঘাতি নবনি দেহী ! গীতা-২, ২২ । সমাধি-মন্দিরে । ] । নৌকা আসিয়া লাগিল। সকলেই ঠাকুর ঐরামকৃষ্ণকে দেখিবার জন্ত ব্যস্ত । ভিড় হইতেছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব্যস্ত