পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীযুক্ত কেশব সেনের সহিত নৌকাবিহার। es ASA SSASAS S S S S S S Si AAAA SAS A SAS SSAS SSAS MS MAeHA AMS SSSSSS MMMMMMSMMSMSMSM SMS SMM AAAAAS S SAAAS AAAAAASA SAASAASSAAAAA AAAAMMMiAM MMMM হইলেন । ঠাকুরকে অনেক কষ্টে ছ’স করাইয়। ঘরের ভিতর লইয়া যাওয়৷ হইল । এখনও ভাবস্থ । একজন ভক্রের উপর ভর দিয়া আসিতেছেল । পী নড়িতেছে মাত্র । জাহাজের ঘরের মধ্যে প্রবেশ করিলেন । কেশবাদি ভক্তের প্রণাম করিলেন, কিন্তু কোন হুস নাই । ঘরের মধ্যে একটী টেবিল, খানকতক চেয়ার । একখানি চেয়ারে ঠাকুরকে বসান হইল। কেশব একখানিতে বসিলেন । বিজয় বসিলেন। অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন, মেজেতে বসিলেন । অনেক লোকের স্থান হইল না । তাহারা বাহির হইতে উকি মারিয়া দেখিতে লাগিলেন । ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ । সম্পূর্ণ বাহশূন্ত । সকলে একদৃষ্ঠে দেখিতেছেন । কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক হইয়াছে, ঠাকুরের কষ্ট । হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্মসমাজভূক্ত হুইয়াছেন ও তাহার কন্যার বিবাহ ইত্যাদি কায্যের বিরুদ্ধে অনেক বক্তৃত৷ দিয়াছেন ; তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত হইলেন। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন । ঘরের জানালা খুলিয়া দিলেন। - ব্রাহ্মভক্তের। একদৃষ্টে চাহিয়৷ আছেন । ঠাকুরের সমাধি ভঙ্গ হইল । । এখনও ভাব পূর্ণমাত্রায় রহিয়াছে । ঠাকুর আপনি আপনি অস্কটস্বরে বলিতেছেন, “ম, আমায় এখানে আনলি কেন । আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব ?” és a ঠাকুর কি দেখিতেছেন যে, সংসারী ব্যক্তির বেড়ার ভিতরে বন্ধ হইয়৷ রহিয়াছে, বাহিরে আসিতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না, সকলের বিষয়কৰ্ম্মে হাত পা বাধা ? তাহার কেবল বাড়ীর । ভিতরের জিনিষগুলি দেখিতে পাইতেছে, আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্ব কেবল দেহস্থখ ও বিষয়কৰ্ম্ম, ‘কামিনী ও কাঞ্চন’ ? তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, "ম, আমায় এখানে আনলি কেন ? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব ?” J. ঠাকুরের ক্রমে বাহজান হইতেছে। গাজিপুরের নীলমাধব বাৰু ও একজন ব্রাহ্মভক্ত পাউহারি বাবার কথা পাড়িলেন। - একজন ব্রাহ্মভক্ত (ঠাকুরের প্রতি) । মহাশয়, এরা সব পাউল্কারি বাবাকে দেখেছেন। তিনি গাজিপুরে থাকেন। আপনার মত আর একজন । ঠাকুর এখনও কথা ৰুছিতে পারিতেছেন না। ঈষৎ হাস্ত করিলেন।