পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮২, ২৭ অক্টোবর। ع* تیه "هینگی بی-۹ اختی - خ** یخ ‘কালীব্রহ্মা’ – কালী নিগুণ ও সগুণ । ] “কালী কি কালে ? দূরে তাই কালে, জানতে পারলে আর কালে নয় । “আকাণ দূর থেকে নীলবর্ণ। কাছে স্থাখে৷ কোন রং নাই ! সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দ্যাথো, কোন রং নাই!” এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হয়ে ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ গান ধরিলেন— ম। কি আমার কালো ৱে। • কালরূপ দিগম্বরী,—হৃৎপদ্ম করে আলো রে ॥ পঞ্চম পরিচ্ছেদ । ত্ৰিভি গুণময়ৈৰ্ভাবৈরেভি: সৰ্ব্বমিদং জগৎ। মোহিতং নাভিজানাতি মামেভ্য: পরমব্যয়ম্ গীত, ৭, ১৩। এ সংসার কেন ? ] শ্রীরামকৃষ্ণ ( কেশবাদি ভক্তের প্রতি ) ৷ বন্ধন আর মুক্তি ; দুয়ের কৰ্ত্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব, কামিনী ও কাঞ্চনে বন্ধ, আবার তার দয়া হ’লেই মুক্ত হ’য়ে যায়। তিনি ‘ভববন্ধনের বন্ধনহারিণী তারিণী । ... এই বলিয়া ঠাকুর গন্ধৰ্ব্বনিন্দিতকণ্ঠে রামপ্রসাদের গান গাইতে লাগিলেন । “শ্যাম মা উড়াচ্ছে ঘুড়ি” (ভব সংসার বাজার মাঝে} : (ঐ যে ) আশা বায়ু ভরে উড়ে, বাধা তাহে মায়। দড়ী । কাক গণ্ডি মণ্ডী গাথা ( তাতে ) পঞ্জরাদি নানা নাড়ী । , ঘুড়ি স্বগুণে নিৰ্মাণ করা, কারিগিরি বাড়াবাড়ি । । বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হ’য়েছে দড়ী । ঘুড়ি লক্ষের ছটা একটা কাটে, হেসে দেও মা হাত চাপড়ি . প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি । ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি।” z “তিনি লীলাময়ী ; এ সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী ! ! লক্ষের মধ্যে একজনকে মুক্তি দেন।” – t "* - একজন ব্রান্ধভক্ত। মহাশয়, তিনি তে৷ মনে করলে সকলকে মুক্ত করতে . পারেন। কেন তবে আমাদের সকলকে সংসারে বন্ধ করে রেখেছেন? " |