পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐযুক্ত কেশব সেনের সহিত নৌকাবিহার। 8S ASAMMAMAAA AAAA SAAAAAMMAMMAMSeMS MS MS AAAAAS AAAAA AAAASAAAMM AeS SMMMAeSeM HAMMAMMMAMMAeAAA AAAA AAAA SAAAAAS AAAAA AAAA ASASASAS A SAS SSAS SSAS SSAMMS AAAASS এরামকৃষ্ণ। তার ইচ্ছ। তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেল করেন। বুড়ীকে আগে থাকৃতে ছুলে, আর দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি - ছুয়ে ফেলে, তা হলে খেলা হয় কেমন করে ? সকলেই ছুয়ে ফেল্পে বুড়ী অসন্তুষ্ট হয়। খেলা চল্পে বুড়ির আহলাদ হয় । তাই লক্ষের ছুটা একটা কাটে, তেসে দাও ম৷ হাতচাপড়ি । ( সকলের আনন্দ । ) “তিনি মনকে অ্যাথি ঠেরে ইসারা ক’রে ব’লে দিয়েছেন, যা ; এখন সংসার করগে যা । মনের কি দোষ ? তিনি যদি আবার দয়া ক’রে মনকে ফিরিয়ে দেন, তা হ’লে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তার পাদপদ্মে মন হয় । ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান ক’রে গান গাইতেছেন । o - “আমি ঐ খেদে খেদ কৱি ৷ তুমি মাত থাকতে আমার জাগাঘরে চুরি । মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাসরি । আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি এসব তোমারি চাতুরী । কিছু দিলেন পেলেন, নিলেন খেলেন, সে দোষ কি আমারি । যদি দিতে পেতে, নিতে, খেতে দিতাম, খাওয়াতাম তোমারি ॥ যশ, অপযশ, স্থরস কুরস, সকল রস তোমারি } (ওগে । রসে থেকে রস ভঙ্গ, কেন রসেশ্বরি । প্রসাদ বলে মন দিয়েছ, মনেরে অ'থঠারি। " - . . (ওমা ) তোমার স্মৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি । “র্তারই মায়াতে ভুলে মাহুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে, “মন দিয়েছ মনেরে অথঠারি।” । কৰ্ম্মযোগ, সংসার ও নিষ্কাম কৰ্ম্ম । ] ব্রান্ধভক্ত। মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না ? শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে ) ৷ নাগো ! তোমাদের সব ত্যাগ করতে হবে কেন ? তোমরা রসে বসে বেশ আছে। সারে মাতে। (সকলের হান্ত । ) তোমরা বেশ আছে। মক্স খেলা জান ? আমি বেলি কাটিয়ে জলে গেছি। তোমরা খুব শেয়ানা। কেউ দশে স্থাছে ; কেউ ছয়ে আছে; কেউ পাচে । আছে। বেসি কাটাও নাই ; তাই আমার মত জ্বলে ধাও নাই। খেলা । চলছে। এতে ৰেশ ! ( সকলের হাস্ত ।