পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীযুক্ত কেশব সেনের সহিত নৌকাবিহার। gరి 幽 AMMAMeeeASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SS SeeS S S S S S S S S S S SeeeSeSeeeS eSeS SeeeSeAAA AAAA AAAA SSASAS SSAS SSAS eSeAAAS AAASASAAAAAS MAAAA SAS A SAS SSASAS SS SAAAAAA SAAAAAS AAAA S AAAAAA ( কেশবের প্রতি ) তোমাদের ব্রাহ্মসমাজেও কেবল পাপ । যে ব্যক্তি ‘আমি বদ্ধ,’ ‘আমি বদ্ধ, বার বার বলে সে শাল বন্ধই হ’য়ে যায় । যে রাত দিন “আমি পাপী’ ‘আমি পাপী এই করে সে তাই হ’য়ে যায়। “ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই—“কি ! আমি তার নাম ক’রেছি আমার এখনও পাপ থাকবে । আমার আবার পাপ কি ! আমার আবার বন্ধন কি ? কৃষ্ণকিশোর পরমহিন্দু , সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ । সে বৃন্দাবনে গি’ছিল এক দিন ভ্রমণ করতে ক’রতে তার জলতৃষ্ণা পেয়েছিল । একটা কুম্বার কাছে গিয়ে দেখলে, একজন লোক দাড়িয়ে রয়েছে। তাকে বল্পে, ৪রে তুই এক ঘটি আমায় জল দিতে পারিস ? তুই কি জাত ? সে বল্পে, ঠাকুর মহাশয় আমি হীন জাত ; মূচি। কৃষ্ণকিশোর ব’লে, তুই বল শিব । নে, এখন জল তুলে দে । r - “ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হ’য়ে যায় । । “কেবল ‘পাপ’ আর নিরক’ এই সব কথা কেন ? একবার বল যে, অন্যায় । কৰ্ম্ম যা ক’রেছি আর করবে না। আর র্তার নামে বিশ্বাস কর ।” ঠাকুর প্রেমোন্মত্ত হইয় নামমাহাত্মা গাইতে লাগিলেন— আমি দুর্গ দুর্গ। ললে মা ঘদি মল্লি । আখেরে এ দীনে, না তারো কেমনে, জানা যাবে গো শঙ্করী ॥ (২৫পষ্ঠ।) “আমি মার কাছে কেবল ভক্তি চেয়ে ছিলাম। ফুল হাতে ক’রে মার পাদপদ্মে দিয়েছিলাম ; বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও ; এই নাও তোমার জ্ঞান, এই নাও । তোমার অজ্ঞান, আমায় শুদ্ধ ভক্তি দাও ; এই নাও তোমার শুচি, এই নাও তোমার অশুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও ; এই নাও তোমার ধৰ্ম্ম, এই নাও তোমার অধৰ্ম্ম, আমায় শুদ্ধ ভক্তি দাও । ஆ ( ব্রাহ্মভক্তদের প্রতি ) একটি রামপ্রসাদের গান শোন । আল্ল মল বেড়াতে মাত্রি । , কালীকল্পতরুমূলে রে মন চারি ফল কুড়ায়ে পাবি ৷ প্রবৃত্তি নিবৃত্তি জায়, তার নিবৃত্তিরে সঙ্গে লবি । , ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্বকথা তায় স্থধালি শুচি অশুচিরে লয়ে দিবা ঘরে কবে গুবি । যখন দুই সতীনে পিরীত হবে, তখন তাম মাকে পাৰি। . . .: