পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so ... . শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত l ১৮৮৭, ২৭ অক্টোবর । SSASAS SSAS SSAS SSAS حسدممه,بسببnبحrه.ه- پنجع ح - سده سپاه محتواخه که শ্রীরামকৃষ্ণ ( কেশবের প্রতি ) । ওগো ! এই বিজয় এসেছেন । তোমাদের ঝগড়া বিবাদ—যেমন শিবরামের যুদ্ধ। (হান্ত ) রামের গুরু শিব । যুদ্ধও হোলে ; দুজনে ভাবও হোলো ! কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর “রামের বানরগুলো ওদের ঝগড়া কিচকিচী আর মেটে না ! (উচ্চ হাস্য । ) “আপনার লোক। তা এরূপ হ’য়ে থাকে। লব কুশ যে রামের সঙ্গে যুদ্ধ ক’রেছিলেন । আবার জানো মায়ে ঝিয়ে আলাদা : মঙ্গলবার করে । যেন মার মঙ্গল আর মেয়ের মঙ্গল দুটাে আলাদা। কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয় । তেমনি তোমাদের এর একটী সমাজ আছে ; আবার ওরও একটা দরকার । ( সকলের হাস্য । ) , , , , “তবে এ সব চাই। যদি বলে। ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটলে কুটীলের কি দরকার ? জটালে কুটলে না থাকলে লীলা পোষ্টাই হয় না । ( সকলের হাস্য )। জটালে ফুটলে না থাকলে রগড় হয় না। (উচ্চহাস)। : "রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী। তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে ছজনে অমিল। শুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগল। এরূপ হয়েই থাকে, যাই হোক, তবু আপনার লোক ৷” পিতাহি লোকস্য চরাচরস্য, ত্বমস্য পূজ্যশ্চ গুরুগরীয়ান। t t ন ত্বংসমোহস্তভ্যধিক: কুতোহন্তো লোকত্ৰয়েইপ প্ৰতিমপ্রভাব। গীত,১১,৪৩ । [ গুরুগিরি ও ব্রাহ্মসমাজ । সকলে আনন্দ করিতেছেন । ঠাকুর কেশবকে সম্বোধন করিয়া বল্লেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করে না, তাই এইরূপ ভেঙ্গে ভেঙ্গে যায়। “মানুষগুলি দেখতে সব এক রকম। কিন্তু ভিন্ন প্রকৃতি। কারুর ভিতর সত্ত্বগুণ বেশী, কারু রজোগুণ বেশী, কারু তমোগুণ । পুলিগুলি দেখতে সব এক রকম। কিন্তু কারু ভিতর ক্ষীরের পোর, কারু ভিতর নারিকেলের ছাই, কারু ভিতর কলায়ের পোর। ( সকলের হাস্য) । । . . “আমার কি ভাৰ জানে ? আমি খাই দাই থাকি, আর সব মা জানে। । আমার তিন কথাতে গায়ে কাটা বেঁধে । গুরু, কৰ্ত্ত আর বাবা। . . "pরু এক সচিদানন্দ । তিনিই শিক্ষা-দিবেন। আমার । ኔፓጬ '