পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐযুক্ত কেশব সেনের সহিত নৌকাবিহার। 83 S AMS AMMMAAAS A SAS SSAS AMee SeA AeMMSAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS AAAAMSSSMSSSMSSSMSSSeSSeSSeSSeSS ASAS A SAS SSAS SSAS SSASAS S S AAAA AAAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS AAAAAS AAAAA AAAAMSAAA eAAA AAAA AAAAS ee “কৰ্ম্মযোগ বড় কঠিন । শাস্ত্রে যে কৰ্ম্ম করতে ব'লেছে, কলিকালে করা বড় কঠিন । অল্পগতপ্রাণ। বেশী কৰ্ম্ম চলে না । জয় হ’লে কবিরাজী চিকিৎসা ক’বৃতে গেলে এদিকে রোগীর হয়ে যায়। বেশী দেরী সয় না। এখন ডি, গুপ্ত । কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নামগুণগান আর প্রার্থনা । ভক্তিশোপই o به ۶ ماه تا به حابی حماییم» ുത്തു.ുത്തുഷജ്ഞു" সুগপ্রশ্ন । (ব্রাহ্মভক্তদের প্রতি) তোমাদেরও ভক্তিযোগ , তোমরা হরি নাম কর, মায়ের নাম গুণ গান কর, তোমরা ধন্ত ! তোমাদের ভাবটী বেশ । বেদান্তবাদীদের মত তোমরা জগৎকে স্বপ্রবৎ বলে না। ওরূপ ব্ৰহ্মজ্ঞানী । তোমর i নও, তোমরা ভক্ত । তোমরা ঈশ্বরকে ব্যক্তি ( Person ) বলে। এও বেশ তোমরা ভক্ত । ব্যাকুল হ’য়ে ডাক্লে তাকে অবশু পাবে। দশম পরিচ্ছেদ । সুরেন্দ্রের বাড়ী । জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল । সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাহিরে আসিয়া দেখেন, কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে, ভাগীরথীবক্ষ কৌমুদীর লীলাভূমী হইয়াছে । ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ী আনিতে দেওয়া হইল । কিয়ৎক্ষণ পরে ঠাকুর, মাষ্টার ও ছ একটি ভক্তের সহিত গাড়ীতে উঠিলেন। কেশবের ভ্রাতুষ্পুত্র নন্দলালও গাড়ীতে উঠিলেন, ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন । গাড়ীতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কৈ তিনি কৈ ?— অর্থাৎ কেশব কৈ ? দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত। মুখে হাসি । আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এর সঙ্গে যাবে ? সকলে গাড়ীতে বসিলে পর, কেশব ভূমিষ্ট হইয়া ঠাকুরের পদধুলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া তাহাকে বিদায় দিলেন। গাড়ী চলিতে লাগিল। ইংরেজটোল । সুন্দর রাজপথ । পথের দুই দিকে স্বন্দর সুন্দর অট্টালিকা। পূর্ণচন্দ্র উঠিয়াছে ; অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে । দ্বারদেশে বাষ্পীয় দীপ—কক্ষমধ্যে দ্বীপমাল—স্থানে স্থানে হাৰ্ম্মোনিয়ম, পিয়ানো সংযোগে ইংরাজ মহিলারা গান করিতেছে। ঠাকুর আনন্দে হাস্ত করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বরেন ‘আমার জলতৃষ্ণ পাচ্ছে ; কি হবে ? কি করা যায় ! নন্দলাল ইণ্ডিয়া ক্লাবের