পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●之 ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮২ ২৮ অক্টোবর। اجتمام تحتی تهیه نمی یادمهر ۰ به ఆ*్క*^^"y ۔ -rبھ؟ ہمہ .م جی بعی هs.ہر-م -ما AMASAeeAeeeAeSeSeSeeAAAA SAS SSAS SSAS SSAS ۶۹یجه گححاکمیجام করিয়া থাকেন। একবার শরৎকালে, আর.একবার বসন্তে । এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিতির নিকটবৰ্ত্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্ৰণ করিয়া থাকেন । তাই আজ কলিকাতা হইতে শিবনাথ আদি অনেক ভক্তগণ আসিয়াছেন । র্তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালের উপাসনায় যোগদান করিয়াছিলেন । আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে, তাই প্রতীক্ষা করিতেছেন । বিশেষতঃ র্তাহারা শুনিয়াছেন যে, অপরাহে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দমূৰ্ত্তি দেখিতে পাইবেন,তাহার হৃদয়মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন, তাহার সেই মধুর সঙ্কীর্তন শুনিতে ও দেবদুলভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন । - অপরাহ্লে বাগানটী বহুলোকসমাকীর্ণ হইয়াছে । কেহ লতামণ্ডপচ্ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট । কেহ বা সুন্দর বাপীতটে বন্ধুসমভিব্যাহারে বিচরণ করিতে ছেন। অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূৰ্ব্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানের প্রবেশদ্বারে পানের । দোকান। প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজাবাড়ী—রাত্রিকালে যাত্র। হইবে । চতুৰ্দ্দিক আনন্দপরিপূর্ণ । শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে। উষ্ঠানের বৃক্ষলতাগুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ জীবজন্তু বৃক্ষলতা যেন একতানে গান করিতেছে— حنه اجتماعی میتههای سمی هم به ۳ خ۳ “আজি কি হরষ সমীর বহে প্রাণে— ভগবৎ মঙ্গল কিরণে ! . g সকলেই যেন ভগবদৰ্শন-পিপাস্থ । এমন সময়ে পরমহংসদেবের গাড়ী আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল । সকলেই গাত্ৰোখান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিলেন। তিনি আসিয়াছেন ! চারিদিকের লোক র্তাহাকে মণ্ডলাকারে ঘেরিতে লাগিল । সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে। সে স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে প্রভু পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর,—সে ঘরেও লোক,—ঘরের । স্বারদেশে উদগ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপানপরম্পরা : এক প্রাস্ত হইতে অপর প্রান্ত পৰ্যন্ত বিস্তৃত। সেই সোপানও লোকে , লোৰাকীর্ণ; সোপানের অনতিদূরে ২৩টা বৃক্ষ, পার্থে লতামগুপ,- সেখানে