পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিভির ব্রাহ্মসমাজ দর্শন। ৬৪ । যেন কোনখানে একটু দাগ নাই। নানা রকমের ভাল পোষাক। চাৰুরদেরও পোষাক। এমনি এমুনিবি। : , “সংসারীর তমোগুণের লক্ষণ—নিম্র, কাম, ক্রোধ, অহঙ্কার, এই সব। “আর ভক্তির সত্ব আছে। যে ভক্তের এইরূপ সত্বগুণ আছে, সে ধ্যান করে অতি গোপনে। সে হয় ত মশারির ভিতর ধ্যান করে—সবাই জানছে ইনি শুয়ে আছেন, খুন্ধি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে এত দেরী হচ্ছে। এদিকে শরীরের উপর আদর কেবল পেটচলা পৰ্য্যন্ধ ; শাকান্ন পেলেই হ’ল। খাবার ঘটা নাই। পোষাকের আড়ম্বর নাই। বাড়ীর জ্বাসৰাবের জাকজমক নাই। আর সত্ত্বগুণী ভক্ত কখনও তোষামোদ ক’রে স্থান লয়ঞ্জ । ‘ভক্তির রজঃ থাকৃলে সে ভক্তের হয়তে তিলক আছে, রুদ্রাক্ষের মাল৷ আছে। সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোণার দানা (সকলের । হাস্ত)। যখন পূজা করে, তখন গরদের কাপড় পত্ত্বেপূজা করে । : তৃতীয় পরিচ্ছেদ : , ক্লৈব্যং মাস্ম গম: পাৰ্থ নৈতং ত্বযুপপদ্যতে : ক্ষুদ্ৰং হৃদয়দৌৰ্ব্বল্যং ত্বক্তোত্তিষ্ঠ পরস্তুপ। গীত, ২৩ . . ভক্তির তমঃ যার হয়, তার বিশ্বাস জলন্ত । ঈশ্বরের কাছে সেরূপ खखं জোর করে | যেন ডাকাতি ক’রে ধন । কেড়ে লওয়া । ‘মারে। , কাটী বাধে। এইরূপ ভাকাত-পড়া ভাব। . . . ." ঠাকুর তাহার প্রেমরসাভিষিক্তকণ্ঠে উদ্ধ দৃষ্টি হইয়া গাহিতে লাগিলেন — · পক্স গঙ্গা প্রভাসাদি কাশী কাথহী কেল চাক্স । । __কালী কালী বলে আমার জপ যদি ফুরায় । , ত্রিসন্ধ্য যে বলে কালী,পূজা সন্ধ্যা সেকি চায়। । সন্ধা তার সন্ধানে ফেরে কন্তু সন্ধি নাহি পায় ॥ -- میانه به عة . দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়। . মদনের যাগ যজ্ঞ, ব্ৰহ্মময়ীর রাঙ্গ পায় "; কালীনামের এত গুণ কেবা জানতে পারে উt দেবাদিদেব মহাবে ধন্থপঞ্চমুখে গুণ গায়। : ാ