পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । . . . . . . . শ্ৰীৰামক্র== ভক্তসঙ্গে । , দক্ষিণেশ্বর ও রামের বাট । [ ঐযুক্ত কেশবসেন (১৮৮১); এদেবেন্দ্র ঠাকুর; অচলানন্দ ; শিবনাথ ; হৃদয় মুখেtপাধ্যায় ; নরেন্দ্র ; গিরীশ । ] · ৩, কাৰ্ত্তিক, ১৩১৭ । । “প্রাণের ভাই শ্ৰীম, তোমার প্রেরিত শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত চতুর্থ খণ্ড, কোজাগর পূর্ণিমায় দিন পেয়ে আজ দ্বিতীয়ায় শেষ করিছি। ধন্ত তুমি, এত অমৃত দেশময় ছড়ালে । * * *। যাক, তুমি অনেকদিন হ’ল ঠাকুরেন্থ ጏ সঙ্গে আমার কি আলাপ হয়েছিল জানতে চেয়েছিলে তাই জানাঙ্কর একটু চেষ্টা করি। কিন্তু আমি ত আর ‘শ্ৰীম’র মত কপাল করে অলিমি, ’’ققننشمند ) ، ---- : -*- & "تمه هامي যে শ্রীচরণ দর্শনের দিন, তারিখ, মুহূৰ্ত্ত, আর শ্রমুখনিঃস্থত সব কথা একেৰুয়ে; ঠিক ঠিক লিখে রাখবে। যতদূর মনে আছে লিখে যাই, হয়ত, একদিনের -কথLআর একদিনেরষণে লিখে ফেলবে। আর কত ভুলে গেছি। . to, বোধ হয় ১৮৮১ সালের শারদীয় অবকাশের সময় প্রথম দৰ্শন। সেদিন কেশব বাবুর আসিবার কথা। আমি নৌকায় দক্ষিণেশ্বর গিয়া ঘাটের । থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করিলাম "পরমহংস কোথায়?” । তিনি উত্তর দিকের বারাণ্ডায় তাকিয় ঠেসান দেওয়৷ এক ব্যক্তিকে দেখিয়ে দিয়ে । বল্লেন “এই পরমহংস " কালাপেড়ে ধুতি পর। আর তাকিয়া ঠেসান দেষ্টয়া দেখে আমি ভাবলাম “এ আবার কি রকম পরমহংস’?” কিন্তু দেখলাম দু'টি ঠ্যাং উচু করে, আবার তাই দু'হাত দিয়ে বেষ্টন করে, আধাচিৎ হয়ে তাকিয়ায় ঠেসান দেওয়া হয়েছে। মনে হ’ল এর কখনও বাবুদের মত, তাকিয়া ঠেসান দেওয়া অভ্যাস নাই, তবে বোধ হয় ইনিই পরমহংস হবেন ? তাকিয়ার অতি নিকটে তাহার ডান পাশে একটি বাৰু বসে আছেনশুনলাম তার নাম রাজেন্দ্র মিত্র, যিনি বেঙ্গল গবৰ্ণমেণ্টের অ্যাদিষ্টাক্ট সেক্রেটারী হয়েছিলেন। আরও ডান দিকে কয়েকটি লোক বসে আ ছরi. একটু পরেই রাজেন্দ্র বাবুকে বরেন, “স্থাধে দখিন কেশব আছে அ *リ