পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিতির ব্রাহ্মসমাজ দশন । دان

      • به محمامهای عینحصاحبجمعیحی حبیبیسی AMAMAAAA

দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতিঃ দেখে অবাক হ’য়ে বলে একি ? একি ? তখন আর নীচের দিকে ( সংসারের দিকে ) মন যায় না । . . "মনের পঞ্চম ভূমি কণ্ঠ । মন যার কণ্ঠে উঠেছে, তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্ত কোন কথা শুনতে বা বলতে ভাল লাগে না। যদি কেউ অন্য কথা বলে, সে ব্যক্তি সেখান থেকে উঠে যায় । “মনের ষষ্ঠ ভূমি কপাল । মন সেখানে গেলে অহৰ্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন হয় । তখনও একটু ‘আমি থাকে। সে ব্যক্তি সেই নিরুপম রূপ দৰ্শন করে। উন্মত্ত হ’য়ে, সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয়, এই আলো ছলাম, ছু লাম: কিন্তু কাচ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না। م “শিরোদেশ সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না । সৰ্ব্বদা বেহুস, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই সপ্তম, ভূমিতে একুশ দিনে মৃত্যু হয়। * - . . . “এই কঠিন ব্রহ্মজ্ঞানীর পথ তোমাদের নয়। তোমাদের ভক্তিপথ। ভক্তিপথ খুব ভাল আর সহজ । • | সমাধি ও কৰ্ম্মত্যাগ। ] r “আমায় একজন বলেছিল, মহাশয়! আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন ? (সকলের হাস্ত ) ৷ u - . “সমাধি হ’লে সব কৰ্ম্মত্যাগ হয়ে যায়। পূজা জপাদি কৰ্ম্ম, বিষয়কৰ্ম্ম, সব ত্যাগ হয়। প্রথমে কর্শ্বের বড় হৈচৈ থাকে। যত ঈশ্বরের দিকে এগুবে, ততই কৰ্ম্মের আড়ম্বর কমে। এমন কি তার নাম-গুণ গান পৰ্য্যন্ত বন্ধ হয়ে যায়। ( শিবনাথের প্রতি ) যতক্ষণ তুমি সভায় আসনি, তোমার নাম, গুণ, কথা, অনেক হয়েছে। যাই তুমি এসে পড়েছ, অমনি সে সব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ । তখন লোকে বলে, এই যে শিবনাথ বাবু এসেছেন। তোমার বিষয়ে অন্ত সব কথা বন্ধ হয়ে যায়। - [ শ্ৰীমুখকথিত চরিতামৃত । ] , - - “আমার এই অবস্থার পর গঙ্গাজলে তৰ্পণ করতে গিয়ে দেখি ষে হাতের আঙ্গুলের ভিতর দিয়া জল গ’লে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে র্কাতে কাদতে জিজ্ঞাসা করলাম, দাদা, একি হ’ল ! হলধারী বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনের পরওতৰ্পণাদি কৰ্ম্ম থাকে না । ।