পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ثة تخص . . . . அவ ன் ناة : ، ب ، ح. ৬৮ ঐঞ্জীরামকৃষ্ণকথামৃত । ১৮৮২, ১৪ গভীর বনে ভগবতীর আরাধনা করছিল। কিন্তু সে অনেক ৰিঙ্গ দেখতে লাগলোঁ; শেষে তাকে বাবে নিয়ে গেল। আর এক জন, বাঘের ভযে, নিকটে একটা গাছের উপর উঠেছিল। সে, শব আর জন্তান্ত পূজার উপকরণ ভৈয়ার দেখে, নেমে এসে আচমন করে শবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বল্লেন-আমি তোমার འཁྱོལ་༽ ༥ཝུ་ཀྲ་ হয়েছি, তুমি বর নাও। সে মার পাদপদ্মে প্রণত হয়ে বল্লে—‘ম, একটু কষ্ট জিজ্ঞাসা করি, তোমার কাও দেখে অবাক হয়েছি! সে ব্যক্তি, এত খেটে,"ত আয়োজন করে, এত দিন ধরে তোমার সাক্ষ্ম

  • - I - - - t f 密 করছিল, তাকে তোমারদ হলো না! আর আমি, কিছু জানিনা, শুনি না"

নহীন জ্ঞানহীন হইন, আমার উপর এত রুপ হলো ! ভগবতী । হাতে হাতে বল্লেন,—বছি ! তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই, ভূমি জয় জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধনৰলে তোমার এরূপ জীষ্টপা হয়েছে, তাই আমার দর্শন পেলে । । এখন বল, কি বর চাও?’ . - [ মুক্তপুরুষ ও শরীর ত্যাগ। ] · "এক জন ভক্ষ। আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। - জরামকৃষ্ণ। আত্মহত্যা করা মহাপাপ, ফিরে ফিরে সংসারে আসতে ঙ্কিৰে, জার এই সংসার যন্ত্রণ ভোগ করতে হবে। " জলে না। সে শরীরত্যাগে দোষ নাই। জ্ঞানলাভের পর কেউ কেউ শরীর জ্যাগ করে। যখন সোণার প্রতিমা একবার মাটার ছাচে ঢালাই হয়, তখন মাটার ছাৰ্চ রাখতেও পার, আর ভেঙ্গে ফেলতেওঁ পার। । অনেক বছর আগে বরাহনগর থেকে একটা ছোকরা আসতো–উমের কুড়ি বছর হবে। গোপাল সেল । যখন এখানে আসতে, তখন এত ভাব "হতো, যে শ্বদয়কে ধরতে হতো–পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙ্গে যায় ৮ আসতে পারবে না—তবে আমি চালুম। কিছু দিন পরে শুনলুম যে সে শরীর ত্যাগ করেছে। . . . : - - *

  • * «guttunungaw naaswaté ,