পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ। - " অনিত্যমন্থখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম্ব। গীতা মুণ্ডত , , [ মুক্তির ব্যাঘাত—কামিনীকাঞ্চন । ঐরামকৃষ্ণ । “জীব চার থাক বলেছে—(১) ৰন্ধজীব, (২) মুমুকুজীৰ, (৩) মুক্তজীব, (৪) নিত্যজীব । . "সংসার যেন জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর (যার মায়। এই শৃংলার তিনি জেলে । জেলের জালে যখন মাছ পড়ে, কতকগুলো মাছ জাল ছিড়ে পলাবার চেষ্টা করে, অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্তজীব বলা যায়। যারা পলাবার চেষ্টা করছে, তারুর্গঙ্ক পারে না। ছ চারটা মাছ ধপাঙ, শব্দ ক’রে পল্লী বলে,—ঐ ‘মাছটা বড় পালিয়ে গেল ! এই দু’চারটা লোক—মুক্তজীৰ । কতকগুলি মাছ স্বভাবতঃ এত সাবধান যে, কখনও জালে পড়ে না। নাৱাৰি নিত্যজীব কখনও সংসার জালে পড়ে না। কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে, অথচ এ বোধ নাই যে, জালে পড়েছে ম’রতে হবে। তারা জালে পড়েই জাল শুদ্ধ চোচা দৌড় মারে ও একেবারে পাকে গিয়ে শরীর লুকাবার চেষ্টা করে। পলাবার কোন চেষ্টা নাই, বরং আরও পাকে গিয়ে পড়ে। এরাই: বদ্ধজীব। জালে এর রয়েছে, কিন্তু মনে করে—আমরা হেথায় বেশ জাছি । বদ্ধজীব, সংসারে-অর্থাৎ কামিনী কাঞ্চনে–জাসক্ত হয়ে আছে ; ফজয়সাগরে মগ্ন হয়ে রয়েছে ; কিন্তু মনে করে যে বেশ আছি। যারা মুমুক্ত বী মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয় ; ভাল লাগে না। তাই কেউ কেউ, জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর, শরীর ত্যাগ করে। কিন্তু লে ক্ষম শরীর ত্যাগ, অনেক দূরের কথা , . [ বদ্ধজীবের লক্ষণ ] : , “বন্ধৰ্জীবের—সংসারী জীবের—কোন মতে স্থল আর হয় না। এত ছঃখ । এত দাগ পায়, এত ৰিপদে পড়ে, তবুও চৈতন্ত হয় না।" ੋਂ

  • . . . . - - - - r -

• * “উট কাটাঘাস বড় ভালবাসে। কিন্তু যত খায়, মুখ দিয়ে যুক্ত বস্থাৰ ক’রে পড়ে ; তবুও সেই কাটা ঘাসই খাবে, ছাড়বে না? সংসারী-লোক এত শোক-তাপ পায়, তবু কিছু দ্বিনের পর যেমন তেমনি। জীয়ে গেলকি অসতী হলো-ভৰু আবার বিয়ে ক’ৱৰে ! ছেলে ময়ে গেল, কত, শোক পেলে, কিছু দিন পরেই সৰু স্কুলে গেল! সেই ছেলের স্ব, যে শোকে

  • ,