পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* , , -

  • -

পঞ্চম পরিচ্ছেদ । [ গুরু কে ? আদেশ-বাদ ও অধিকারী নির্ণয় । ] বিজয় । ব্রাহ্মসমাজের কাজ করতে হয়, তাই সদা সৰ্ব্বদা আসতে পারি না ; সুবিধা হ’লে আসবো । - - স্ত্রীরামকৃষ্ণ (বিজয়ের প্রতি) । দেখ, আচার্ধ্যের কাজ বড় কঠিন, ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতিরেকে লোকশিক্ষা দেওয়া যায় না। - “যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না । সে উপদেশের কোন শক্তি নাই । আগে সাধন ক’রে, বা যে কোনরূপে হোক, ঈশ্বরকে লাভ ক’রতে হয়। র্তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় । - “ও দেশে একটী পুকুর আছে, নাম হালদার পুকুর। তার পাড়ে রোজ লোকে বাহ্যে ক’রে রাখতো। সকালে যার ঘাটে আসতে, তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল ক’বৃতো । গালাগালে কোন কাজ হতে না— জাবার তার পরদিন পাড়েতেই বাহো ! শেষে কোম্পানীর চাপরাসী এসে নোটস টাঙ্গিয়ে দিলে যে, এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না ; যদি ৷ করে, শান্তি হবে। এই নোটিসের পর আর কেউ পাড়ে বাহ্যে করতে না। . . "ঙ্গর আদেশের পর যেখানে সেখানে আচার্ষ্য হওয়া যায় । ও লেকচার (Lecture) দেওয়া যায়। যে তার আদেশ পায়, সে তার কাছ থেকে শক্তি পায়। তখন এই কঠিন আচাৰ্য্যের কৰ্ম্ম করতে পারে। । “একজন বড় জমিদারের সঙ্গে একজন সামান্ত প্রজা বড় আদালতে মোকৰ্দমা করেছিল। তখন লোকে বুঝেছিল যে, ঐ প্রজার পেছনে একজন বলবান লোক আছে। হয় তো আর একজন বড় জমিদার তার পেছন থেকে মোকৰ্দমা চালাচ্ছে। মানুষ সামান্য জীব, ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্য্যের এমন কঠিন কাজ করতে পারে না। ; : " ' " বিজয়। মহাশয়! ব্রাহ্মসমাজে যে উপদেশাদি হয়, তাতে কি লোকের পরিত্রাণ হয় না ? : . . সচ্চিদানন্দগুরু ও মুক্তি। ] - ঐরামকৃষ্ণ। মান্বষের কি সাধ্য যে, অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবনমোনীি মায়, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে