পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

~ দৈবে এক মেয়ে এল, s বিশ্বনাথ দরবেশে, . বলে স্বান কর এসে, কেশ ধৌত কর ল’য়ে মাটি। তুই ফকির মানুষ, হ’য়ে দেওনা পুকষ,

  • চুল ছেড়ে যেতে হবে কুঠি । মহাপ্রভু স্নান ছলে, যান পুষ্করিণী জলে,

এ দিকেতে যত নারীগণ L কলসী লইয়া কাখে, কেহ জল আনে সুখে, কেহ করে মস্তক মার্জন ॥ কেহ বা গাত্র মার্জন, কেহ পদ প্রক্ষালন, শ্ৰীঅঙ্গ মোছায় কোন নারী। যেখানে যে কাৰ্য্য করে, সবে হরিয অন্তরে, দলে দলে বলে হরি হরি ॥ • এ দিকে মেয়ের যত, সবে হ’য়ে হরষিত, এসেছেন বিশ্বাসের বাটী।

  • -"

-w:- কোন কোন নারীগণে, আশ্চৰ্য্য মেনেছে মনে,

শুনেছে ঠাকুর যাবে কুঠি ॥ " শুনেছে বাট হইতে, e. দশরথের বাটতে, আসিয়াছে মতুয়া সকল । - কেহ এনেছে চাউল, - কেহ এনেছে ডাউল, কেহ আনে দধি দুগ্ধ ঘোল ॥ " কুষ্মাণ্ড কদলী আদি, :- তুরকারী নানা বিধি, থোড় মোচী শাক শিম মূল । আলু কচুক আলাবু, কেহ কেহ আনে লেবু, iS N. -- --রারিতে অন্ন ভোজন, কেইষ্ঠানে পদ্মবীজ মূল ॥ .. ", ব্যঞ্জন লাবড়া পাক, সরিয়া বাটা শুক্ত শাক, মেয়েরা রন্ধন করে ঘরে । সেই ঘরূে-প্রবেশিল, কোন মেয়ে নাহি চিনে তারে । , তঙুল ঠিক দু'মন, পাক হইল যখন, ~. এমন সময় দয়াময়। . . গিয়া সে রসই ঘরে, নিযেধিল মেয়েদেরে, পাক ক্ষান্ত কর এ সময় , এই অন্নে হয়ে যাবে, বসাইয়া দেহ সবে, ক্ষুধার সময়-বয়ে যায়। - ঠাকুর বাহিরে এসে, বলিলেন হেসে হেসে, খেতে বৈস সাধুর সবায়। যত সব ভক্তগণ, ক্ষান্ত করি সংকীৰ্ত্তন, মহাপ্রভু নামে ভীর দিল।. * . . করি পদ্ম পত্রাসন, তার পর সকলে বসিল । [ 54 )

  • - z

~~ w মধ্য খণ্ড । এই সেবা হোকু শেষ, উত্তম ভোজন করি, . যতনে না কর ক্রট, . ঠাকুরের প্রিয়দাস, দেওড়া গ্রামেতে বাস, নামেতে প্ৰহলাদচন্দ্র ঘোষ। ল’য়ে ছয় হাড় দধি, গিয়াছিল ওঢ়ার্কাদি, উপনীত হইয়া সন্তোষ। - কহিছেন হরিচাদ, কি ক’রেছ রে! প্রহ্নাদ, . ক্ষীর কি মাখন আন নাই । সাধুসেবা হ’বে হেথা, শুনিয়াছ এই কথা, তোর দধি বড় ভাল খাই ॥ - ঘোষ কহে হ’য়ে নত, মেয়েরা এনেছে ঘূত, সেই স্থত এবে হবে ব্যয় ** ক্ষীর মাখন পায়স, . - আমি দিব বৈকালী সেবায়। - ছয় হাড়া দধি ছিল, দুই হাড়া মথি নিল স্বাধন তুলিল সে সময় । ー 。 কতকাংশ জাল দিয়া, সদ্য ঘৃত বানাইয়া, ' উঠাইয়d:রাখিল শিকায়। - মেয়েদের দেয় দুগ্ধ, ' জালাইয়া করি স্নিগ্ধ, ক্ষীর বানাইল-কতকাংশে। o দিয়া মালাবতী স্থলে, বলে লহ, মা! বৈকালে, - দিও ঠাকুরের সেবারসে। . o হইল পরিবেশন, > যত সব সাধুগণ, প্রভু প্রতি হরিধ্বনি দিয়া। . সবে বলে হরি হরি, আচমন করিল উঠিয়৷ । যে যে দ্রব্য এনেছিল, - সিকি মাত্র ব্যয় হ’ল, আর সব রহিল পড়িয়া , প্রভু কন মালাদেবী, তুমি পরম বৈষ্ণবী, : - এই সব দ্রব্য রাখ নিয়া । আমরা যাইব কুঠি, সাধু ভক্তগণ এই সব । ; : * সবে ল’য়ে সমিভারে, রাত্রি এসে তব ঘরে, . - পুনশ্চ করিব মহোৎসব। সাধীগণ একতরে, সবে বসি এই ঘরে, চিন্তা কর মঙ্গল আমার । . ঠাকুরের কুঠিযাত্রা, শেষলীলা শুভ বাৰ্ত্ত, কহে দীনরায় সরকার ॥