পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

نهاد : ঐশ্ৰীহরিলীলামৃত। রঘু কীৰ্জুনের বেটা গোলোক কীৰ্জুনে। ওর মত ঠাকুরত আমরা মানিনে। - কোথা কার বেটা এসে ঠাকুর কোলায়। ওর মত ঠাকুরে আমার জুতা বয় ॥ " ওর মত লোকে মোর পা ধুয়ে বেড়ায়। যত সব মুখ ভেড়ে ঠাকুর পেয়েছে। ও ঠাকুর যে মানুষ আমি সে মানুষ। আমি বুঝি নারী অই ঠাকুর পুরুষ। যা থাকে কপালে হবে হয় হো’ক ক্লেশ। কোথা হ’তে স্বয়ং এল কলি অবশেষ ॥ আত্ম পরিজন আর প্রতিবাসী লোকে। সবে মিলে বলে ক’য়ে বুঝায় গোলোকে। এ সময় গৌরব তোমার ভাল নয়। : অহংকার ছাড় এই অন্তিম সময় ॥ অস্থরত্ব বীরত্ব এখনে প্ররিহরি আত্মা শুদ্ধ করিয়া বাই হরি হরি। ঠাকুরের নাম হরি দেয় হরি নাম। ইহ কালে পরকালে পুরে মনোস্কাম । নহে দের দেবী নহে কোনরূপ বার। " দেখিলে প্রত্যয় হ’বে স্বয়ং অবতার । হীরামুনমু’রেছিলু বাচাইল প্রাণে । গোলোক বদন বাচিয়াছে প্ৰভু গুণে। শ্ৰীহরি চাদের গুণে বলি হারি যাই । ছিল ক্ষুদ্র নমঃশূদ্র হয়েছে গোসাই॥ যাইতে হইবে শুদ্ধ ভকতি করিয়া। ; মন যদি নাহি লয় আসিও ফিয়িয় ॥ । --- গোলোক কহিছে যদি ভকতি করিব। *: অভক্তি অন্যায় কথা কেন বা কহিব। ; ' ' ভক্তিমন্ত হ’লে মুক্তি থাকে তার সাথ । - গোলোকে তরালে বলি গোলোকের নাথ । দুৰ্ব্বাক্য আমি যে কত বলেছি তাহারে । f অন্তৰ্য্যামী হ’লে তাহা জেনেছে অন্তরে ॥ " সে কেন করিবে দয়া এ হেন পাপীরে। মার খেয়ে দয়া করে তার হ’লে পারে। 'গোলোক কহিছে তবে ল’য়ে চল মোরে। । দেখি তোর সে ঠাকুর কি করিতে পারে। কৰ্ম্ম ক্ষেত্রে ভবজীবে ভোগে কৰ্ম্ম ফের। সারিতে না পারে যদি শেষে পাবে টের ॥ ○ ওর মত লোকে মোর নার দাড়বায়। . . ঠাকুরালী খাটেন এ গোলোকের কাছে ॥ - Tー “ਂ تغششمس لا যদি বলিবারে পারে হৃদয়ের কথা। - তবে তার শ্ৰীচরণে নমিব এ মাথা । - চারি পাঁচজন ধরে নিল নৌকা পরে। শয়ন অবস্থা ধরে নিল খাল পারে। হাতে হাতে ধরাধরি শূন্তে শূন্তে রাখে। , ঠাকুরের কাছে গিয়া ফেলিল গোলোকে। ; ঠাকুর আছেন বসে উত্তরের ঘরে। , গোলোকে রাখিল নিয়া পীড়ির উপরে। প্রভু বলে ও কারে করিলি আনয়ন। এ নাকি শ্মশান ভূমি কৰিবি দাহন। . মরা এনে কেন ফেলাইলি মোর কাছে। - - মরা মাদারের গাছ গাজীর ট্রামে বাচে। | ০ নিয়া যা তোদের মরা দুরে:স্ট্রি রাখ। . গাজী নামে সিনি মেনে ঐকমনে থাক। সঙ্গে যারা এসে ছিল করে পরিহার। -- - -- তারা কহে হাজী গাজী তুমি সৰ্ব্বসার। তুমি ওঝা তুমি বৈদ্যু তুঃিম্বন্তরী। । - T. তুমি কৃষ্ণ 慕蠶 হরি , , ... * ঠাকুর বলেনঞ্জমি কিসের মানুষ। ' ' - বিদ্যা বুদ্ধি হীন আমি অতি কাপুরুষ । , রঘু কীৰ্ত্তনের বেটা গোলোক কীৰ্জুনে। আমি কিমান্নুষ বাপু উহার ওজনে । -মোর মত লোক ওর পা’র জুতা বয়। মোর মত লোক ওর-পা ধুয়ে বেড়ায় ॥ . মোর মত লোক ওর নার দাড় বায়। মোর মত লোক ওর মোট বয়ে খায়। - কলি কালে নাহি কোন স্বয়ং অবতার। নলীয়া বারের পর বার নাহি আঁর ॥ " কোথা হ’তে আসিয়াছি ঠাকুর কিসের । ব্যাধি যদি নাহি সারে শেষে পাব টের ॥ শুনিয়া বিস্মিত হৈল গোলোকের মন । উঠিতে নাপারে বলে দেহ শ্ৰীচরণ ॥ অপরাধ করিয়াছি বলে জানা’ব কি। আমি দৈত্য মদে মত্ত পাষণ্ডী দেমাকি। ব্ৰহ্মাণ্ডেতে নাহি আর মোসম পাতকী। মুখে মত্ত হইয়া হয়েছি চির দুঃখী: যারা মোরে আনিয়াছে তোমার নিকট। তাহাদের সঙ্গে আমি করিয়াছিইট। । সবে বলে তুমি নাকি স্বয়ং অবতার। - ত্যক্ত হ’য়ে তাদের করেছি কটুত্তর ॥ / “ / ماه مه س-سسسه مستمن، مس - س