১৬২
খ2.
শ্ৰীশ্ৰীহরিলীলামৃত।
অদ্য কিবা ঘটে, কি আছে ললাটে,
যাইব না ফিরে চল । প্রভু পুনরায়, রঙ্গ বাড়ী যায়,
নাহি যেন বুদ্ধি বল। কুবের আসিল,
ঠাকুর এলন হেথা । আমি অভাজন, করি কি এখন, উপায় কি যাব কোথা ॥ কহিছে গোলোক, কেন হেন শোক, পিতা কি ছাড়িবে সুতে।
এল এল এল, নী এল না এল,
দয়া কি পারে ছাড়িতে ॥ দ্রব্য আদি যত, করেছে প্রস্তুত, রাখিয়াছ ভারে ভারে । মাথায় লইয়ু, রঙ্গ বাড়ী নিয়া,
খাওয়ে এস বাবারে ॥ ভরি দুই হাঁড়ি, রঙ্গ দের বাড়ী,
কুবের যখনে যায় । গললগ্নীবাসে, ভকতি উল্লাসে,
গোলোক পুলকে ধায় ॥ রঙ্গের ঘাটেতে, যায় যখনেতে, ঠাকুর আসিল ঘাটে । গোলোক পাগলে, কুবের কহিলে,
হরিচাদের নিকটে ॥ শুনিয়া শ্রীহরি, করিল শ্ৰীহরি,
যুধিষ্ঠির রঙ্গে কয়। কুবের সঙ্গেতে, আমি এখনেতে,
চলিলাম নিজলয় ॥ সেইত তরণী, পাইয়া আমনি,
শ্রীহরি উঠিল নায়। কুবের সঙ্গেতে, ব্যতিব্যস্ত চিতে,
আসিলেন নিজলয় ॥ এল যুধিষ্ঠির, চক্ষে বহে নীর,
গোলোক আসিল তথা । ভকত লইয়া, ঠাকুর বসিয়া, কহিছেন মিষ্ট কথা ॥ হস্তে ধরি ধরি, নিয়। অন্তঃপুরী,
কুবের তখনে দিল । কে দিয়াছে এত্ব, দ্রব্য অপ্রমিত,
মাত লক্ষ্মী জিজ্ঞাসিল ॥
পাগলে-বলিল,
যত কহে বাণী, লক্ষ্মী ঠাকুরাণী, কুবেরেকে লক্ষ্য করি। কুবের কহিছে, জননীর কাছে,
চক্ষে বীরে অশ্রুবারি ॥ দেবী লক্ষ্মী মাতা, শুনিয়া সে কথা, কহিছে রঙ্গের ঠাই । তুমি কি করেছ, মনেকি ভেবেছ,
গোলোক তোমার ভাই ॥ ঠাকুর যখনে, গোলোক বদনে, করাঘাত করিলেন । গোলোক কি দোষী, প্ৰভু কেন রুষী,
গোলোকেরে মারিলেন ॥
করিয়া শ্রবণ, ঠাকুর তখন,
যুধিষ্ঠির প্রতি কয় । , মোর এই ছল, এই কথা বল,
কি হইবে ব্যবস্থায় ॥ গোলোক তাহাতে, কুবের বাড়ীতে,
রহে ঈশ্বর ভাবিয়া । গোলোক সাহায্য, কি করেছে কাৰ্য্য, আবার নিকট গিয়া ॥ কুবের বাড়ীতে, গোলোক যাইতে,
অীমাকে করেছ মান । তোমার বাটীতে, আমাকে রাখিতে,
গোলোকের সে বাসন ॥ অপূৰ্ব্ব অপূৰ্ব্ব, কুবেরের দ্রব্য, তোমার বাটীতে যায় । আমি খা’ব তাই, শুনিবারে পাই,
গোলোক পাঠায়ে দেয়। গোলোক তোমার, করে উপকার, তার কি করেছ তুমি । ঠাকুর নিয়াছ, মনে কি ভেবেছ, ঠাকুর হয়েছি আমি ॥ মেরেছি গোলোকে, তব বাড়ী থেকে, তুমি কেন কাদিলে না। গোলোক কারণে, আমার সদনে, মাথা কেন কুটিলে না । ঈশ্বরের কাজ, জগতের মাঝ,
জীবের সুধু পরীক্ষণ ॥ , লোকেরে দেখায়ে, কন্যাকে মারিয়ে,
বউ মাকে দেন শিক্ষা ॥
পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১৭১
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
