পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r. \ অন্ত খণ্ড । কেহ বলে ও কথায় নাহি কোন ফল । বঁধিয়া থানায় ল’য়ে চল এ পাগল ॥ কেহ বলে এ পাগল বাধা বড় দায় ৮ কবে কারে খুন করে কহ নাহি যায়। কেহ বলে এ পাগল থাকিতে হেথায় ॥ এজাহার কর গিয়া যাইয়। থানায় । বাল্যক আসুক বাড়ী নাহিক বাড়ীতে । তার দ্বারা এজtহার করিব থানাতে ॥ বলিতে বলিতে কথা বাল্যক আসিল । সকল বৃত্তান্ত সবে বাল্যকে কহিল ॥ বাল্যক শুনিয়া বলে গোসাই মারিল। ম। যদি মরিল তবে ভালই হইল ॥ বড়ই প্রসন্ন মোর মায়ের কপাল ॥ গোস্বামী সাক্ষাতে মৃত্যু পাবে পরকাল ॥ এজাহার দিতে যাব কিসের কারণ। মাতা মোর গিয়াছেন বৈকুণ্ঠ ভবন ॥ গ্রামীরা অবাক হ’ল সে কথা শুনিয়া । যার যার নিজকৰ্ম্মে গেলেন চলিয়া ॥ বাল্যকের গৃহমধ্যে গোসাই বসেছে । বেলা অপরাহ্ন মুহূৰ্ত্তেক মাত্র আছে। রায়চাদ নামে কবিরাজ একজন। গোস্বামী নিকটে গিয়া কহে সেইজন ॥ গলtয় বসন দিয়া বিনয় ভক্তিতে। গোস্বামী চরণ ধরি লাগিল কাদিতে ॥ কহ প্ৰভু তব পদে করি নিবেদন । মৃত দেহ ল’য়ে মোর! কি করি এখন ॥ আপনি করুন আজ্ঞ৷ সেই আজ্ঞামতে । ল’য়ে শব যাই সব দাহন করিতে ॥ বিষম বিপদ তাতে মনে ভয় গণি । এতে কি বিপদ যার সহায় আপনি ॥ প্রাতে মরিয়াছে গাভী সেই এক দায় ? ডাকিতে ডাকিতে তার বৎস্য মৃতপ্রায় ॥ গাভী মরা ফেলিয়াছি মা মরা পোড়া’ব। . দুধ বিনে কঁদে বৎস কি দিয়া বচাব ॥ হীরামন বলে ডেকে শুন ওরে রাই । অদ্য মাকে পোড়াইয়া কাৰ্য্য কিছু নাই । . শঙ্খধ্বনি কর গিয়া মাতৃ কৰ্ণ মূলে । রামাগণে হুলুধ্বনি করুক সকলে ॥ " আমি আছি প্রভু হরিচাদেরে ভাবিয়া। গাভীটা কোথায় আছে দেখে আদি গিয়া। שאילצ গিয়ে গভীটার মাথা উচু করে ধরে ॥ মা কেন রহিলি শুয়ে আসিয়৷ ডাঙ্গায় । দুধ না পাইয়া বুন কাদিয়া বেড়ায় ॥ দুগ্ধপোষ্য ছোটভগ্নী ঘাস নাহি ধরে। তুই দুধ না দিলে মী বঁাচে কি প্রকারে । দিন ভরি ভগ্নী মোর করিছে রোদন ॥ তুই দুধ ন দিলে মা হইবে মরণ ॥ অবল ভগিণী সদ। হাম্বা হাম্ব করে । চেয়ে দেখ দুধ বিনে গোঙ্গাইয়া মরে ॥ গৃহস্থ মরিল তোর আমার প্রহারে । তবু তার পুত্র মোরে দৃঢ় ভক্তি করে । কৰ্ম্ম কৰ্ত্তা হরিচাদ তার নামে ভ্ৰমি । “যাহা করে তাহা করি কৰ্ম্ম নহে আমি। এমন গৃহস্থ ছেড়ে যাইবা কোথায় । মা হ’য়ে মা কেন হেন কঠিন হৃদয় ॥. অlমারে করহ দয়া রক্ষ এ বিপদে । প্রভু হরিচাদ সেবা দিব তোর দুধে ॥ এত বলি পৃষ্ঠদেশে মারিল চাপড়। হাম্ব। রব করি গাভী উঠে দিল রড় ॥ যেখানেতে ছিল বংশু সেইখানে গিয়া । বাছুরে পিয়ায় দুগ্ধ অঙ্গ ঝাড় দিয়া ॥ উহুড়িয়া উহুড়িয়া বৎস্য অঙ্গে চাটে । হেনকালে হীরামন আইল নিকটে ॥ বৎস্তকে ছাড়িয়া গাভী হীরামনে চাটে । ” বৎস্য গিয়া হীরামন পদে মাথা কোটে ॥ এ দিকেতে কৌশল্যার দুইকৰ্ণ মুলে । দুই শঙ্খধ্বনি করে দুই জন মিলে । নারীগণে হুলুধ্বনি দিতেছে আসিয়ে । শক্ৰলোকে কহে বাল্যকের মীর বিয়ে ॥ মুহুর্মুহু হরিধ্বনি করিছে সকলে । বাল্যকের মা উঠিল হরি হরি বলে ॥ বাল্যক বলিছে হরি দিয়া হুহুঙ্কার । তাহা দেখি পাযণ্ডীর লাগে চমৎকার | পাষণ্ডীর বলে ধর কোথায় গোসাই । জনমের মত তার চরণে বিকাই ॥ " ধন্য ধন্ত ওঢ়ার্কাদি বাবা হরিচাদ } না জানিয়া নিন্দি মোরা করি অপরাধ ॥ ধন্য হরিচাদ ভক্ত মতুয়ারগণ । ধন্য ধন্য বাল্যক ভকত একজন ॥