পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

শ্রীশ্রীহরি লীলামৃত

কবি রসরাজ মহোদয়ের কৃত এই গ্রন্থে মহাপ্রভুর আজীবন-

জীবনী, অর্থাৎ জন্ম, বাল্যখেলা, কৃষিকার্য্য, বাণিজ্য,

শ্রীক্ষেত্র হইতে প্রসাদ প্রেরণ, লীলা-

প্রকাশ প্রাচুর্য্য, প্রভৃতি বহুতর

উপদেশপূর্ণ বচনাবলী

সম্বলিত।

কবি রসরাজ

শ্রীযুক্ত তারকচন্দ্র সরকার কর্ত্তৃক

প্রণীত।


পোঃ ওলপুর, সাং দুর্গাপুর, জেলা ফরিদপুর হইতে

শ্রীহরিবর সরকার কর্ত্তৃক

প্রকাশিত।

১৩২৩ সাল।

মূল্য ২ দুই টাকা মাত্র