পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

~} v プ অন্ত খণ্ড । গ্রাম্য লোকে পুরোহিতে দিলেন ; আসিতে। পুরোহিত নাহি এল সে শ্ৰাদ্ধ করিতে ॥ পুরোহিত, নিবাসী নিকামর্কাদি গ্রাম । সভক্তি অন্তরে দ্বিজ পুজে শালগ্রাম । পিছুভাগে দাড়াইল সে মহেশ গিয়।। দ্বিজ গেল পূজামন্ত্র সকল ভুলিয়া ॥ ঠাকুর বলেন একি হইল বালাই। বিগ্রহ পূজিতে মন্ত্র হারাইয়া যাই ॥ নরসিংহ শালগ্রাম পূজেন ব্রাহ্মণ। মন্ত্রভুলে যাই কেন ভাবে মনে মন । ভাবিলেন অমঙ্গল হইবেক ভারি । পিছু দিকে চেয়ে দেখে মহেশ ব্যাপারী। একদৃষ্ট্রে চেয়ে দেখে মহেশ পানেতে। নরসিংহ শাল গ্রাম মহেশের মাথে ॥ মূৰ্ত্তিমন্ত নরসিংহ শাল গ্রাম শিরে। মহাপ্রভু হরিচাদ তাহার ভিতরে । ব্লাহ্মণ বলেন আর নাহিক বিলম্ব । চল যাই আগে গিয়া করি তব কৰ্ম্ম ॥ অমনি উঠিল দ্বিজ মহেশের নায়। সমাধা করিল শ্ৰাদ্ধ আসিয়া ত্বরায়। মহেশ ঠাকুরে বলে সঞ্জাতি সমাজে। মম বাম পদ তুল্য কেহ নাহি বুঝে। উমাচরণের বড় আৰ্ত্তি ঠাকুরেতে । তার পুত্র যাদব পরম নিষ্ঠ। তাতে ॥ কয় ভাই এক আত্মা এক যোগ প্রাণ । হরিচাদে আত্ম স্বাৰ্থ করিয়াছেদণন ॥ २०¢ গোলোক চাদের পদে ছিল দৃঢ় ভক্তি। মহানন্দ পাগলকে আত্মা দিয়া আৰ্ত্তি ॥ যত লোক ওঢ়ার্কাদি বারুণীতে যায় । " যাতায়াতে উমাচরণের বাড়ী রয় ॥ সকলকে বলে সাধু হইয়া কাতর। এই নিমন্ত্রণ র’ল বৎসর বৎসর ॥ যত লোক ওঢ়ার্কাদি যান এই পথে । মমালয় তিষ্টিবেন আসিাত যাইতে ॥ এই দেশ জল ছিল না ফলিত ধান । মতুয়ারা আশাতে এ দেশের কল্যাণ ॥ এদানি ফলেছে ধান তোমরা না খেলে । এ দেশেতে সুফলেতে ধান্য নাহি ফলে ॥ গৃহস্থের গৃহে যদি সাধুতে না খায় । সে গৃহের আর বৃদ্ধি কখন না হয় । এক বর্ষ তোমরা এলে ন৷ এই বাড়ী । ধান্ত ন হইল মোর মন্বন্তরে মরি ॥ আসিও থাকিও সবে খাইও যাইও । গৃহেস্থের শ্ৰীবৃদ্ধি হইবারে দিও। পিতাপুত্র পরিজন সবে একমন। আত্মা দিয়া সবে করে সাধুর সেবন ॥ এই ভাবে সাধু সেবে সবার পুলক । হরিচাদ ভক্ত এর ভুবন তারক ॥ শ্ৰীশ্ৰীহরিলীলামৃত রচিল তারক। প্রেমানন্দে হরি হরি বলে সৰ্ব্ব লোক ।

  • -*

চতুর্থ তরঙ্গ। বন্দন । জয় জয় হরিচাদ জয় কৃষ্ণদাস । জয় শ্রীবৈষ্ণবদাস জয় গোরিদাস ॥ জয় শ্রীস্বরূপদাস পঞ্চ সহোদর। পতিত পাবন হেতু হৈল অবতার। জয় জয় গুরুচাদ জয় হীরামন । জয় শ্ৰীগোলোকচন্দ্র জয় শ্ৰীলোচন ॥ জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়। জয় জয় মহানন্দ প্রেমানন্দ ময় ॥ জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ । নিজ দাস করি মোরে কর আত্মসাৎ ৷ স্ত্রীরামভরত মিশ্রের উপাখ্যান । | দীর্ঘ—ত্রিপদী। বসতি অযোধ্যtধাম, উীরাম ভরত নাম, বিপ্র কুলোদ্ভব মহাশয় । বৈষ্ণবের শিরোমণি, মহাসাধু তপমণি, সৰ্ব্বজীবে সমদয়া রয় ॥