পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীহরিলীলামৃত। ~ifa fostě མཁཞུ་ প্রথম তরঙ্গ । জয় জয় ক্রহ হরিচাদ জয় হুদু । জর কৃষ্ণদাস ত্রবৈষ্ণবদাস জয় ॥ জয় গোরিদাস খ্রীস্বরূপবাস হয়। পতিত পাবন হেতু হইল উদয় ॥ জয় জয় গুরুচাদ জয় হীরা মন । , জয় ঐগোলকচন্দ্র জয় ঐলোচন । জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় । জয় জয় মহানন্দ প্রেমানন্দ ময় ॥ জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ । নিজ দাস করি মোরে কর আত্মসাৎ ৷ শ্ৰীশ্ৰী গুরুচাদ উপাখ্যান। হরিচাদ জ্যেষ্ঠ পুত্র ঐগুরুচরণ। গুরুচাদ নাম বলে সব ভক্তশণ ॥ ঠাকুরের প্রিয় ভক্ত ছিল হতজনে । ঠাকুর স্বরূণ বলি গুরুচারে জানে ॥ " নিৰ্জ্জনেতে ভাবি হরিচাদের চরণ । প্রভু গুরুচাঁদ অবতীর্ণ কোন জন ॥ বহ চিত্ত। করিলাম বড়ই কঠোর । যোগাসনে রাত্ৰি হ’ল দ্বিতী প্রহর । এ সময় অচৰিতে শব্দ এক হয় । শূন্ত হ’তে শুনাগেল দৈব বাণী প্রায় ॥ বলিলেন তোরা সবে ইষ্টণ্ডানে সেব! হরিচাদ পুত্র গুরুচাপ মহ:ধৰ । মহাদেব কেন জন্ম নিল এই ঠাই। ধ্যান তুল্য ভাবনা বিজ্ঞানে জ্ঞানে পাই । তাই লিখি চিন্তিয়া য। পাই ব্যবস্থায় । শঙ্কর নন্দন হ’ল গণেশ তাহয় ; পাৰ্ব্বতী মা পুত্ৰ ইচ্ছা করিলেন মনে । পুত্র চাই জানাইল শিব সন্নিধানে ॥ শিব বলে মম শাপ আছে পূৰ্ব্বকালে । নিজ স্ত্রীর গৰ্ত্তে কারু জন্মিবেন। ছেলে ॥ মি আমি বিহারিকু আনন্দ কাননে ॥ \ রতি ভাঙ্গিরারে চেষ্টা করে দেবগণে ॥ ময়ূরকে পাঠাইল তাকে দেই শাপ । ব্ৰহ্ম-বৈবৰ্ত্ত পুরাণে আছয় প্রস্তাব । ময়ূরে দিলাম শাপ দেবতা সহিতে। পুত্র ন৷ জন্মি:ব কারু সপত্নি গৰ্ত্তেতে ॥ তবে যদি ওগে। দেবি ! পুত্র বাস্থ কর । করহ পুত্ব করত শতেক বৎসর ॥ তাহা শুনি হৈমবতী ব্ৰত অগ্রন্তিল । শত বৎ পরে সেই ব্ৰত পূর্ণ হ’ল। ব্ৰত পূর্ণ অন্তে দেবী হরিষ অন্তরে। হরিদ্র লইয়। যান স্বান করিবারে ॥ স্বান করি এসে দেবী করে দরশন শয। পরে অt:ছ পুত্র করিয়া শয়ন ॥ হেন কালে অসিয়া কহেন মৃতুঞ্জয় । পেয়েছ সাধের পুত্র ধরহ হৃদয় ॥ ব্ৰত পূৰ্ণ ফলে পুত্র পেয়েছ শঙ্করী। পুত্র রূপে কোলে পেলে গোলোক বিহারী ॥ পাৰ্ব্বতী করেণ কোলে সাধনের ধন । ક્ષt૧૮૭ : નાખ ત્યાની છૂતને૮માશમ ।