পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- আদি খণ্ড । \OS তাহা শুনি রাখালের ডাকে মা মা করি । প্রেমানন্দ বলে জয় রাম দুর্গ হরি ॥ শ্ৰীহরির ফুল সজ কথরী কুমুখে । রাখালের আনন্দ যেন বৃন্দাবন ধামে। শ্ৰীহরির ফুলসজ্জা ভুবনমোহন। , হরি ঘেরি করে সলে হরি সংকীৰ্ত্তন ॥ রত্ন ডাঙ্গা বিলে কুলে রত্ন উপজিপ । - তাবুকের মহানন্দ হরি হরি বণ ॥ স্বত্যুপ্রয় আজ্ঞ।.fদশ রচনা কারণে । ই অপারক তারক রচিল তার গুণে । কতক দিনের পরে হইল রচন।। হরিচাঁদ প্লীতে হরি বল সৰ্ব্বজন ॥ -- ~ শ্ৰীগৌরাঙ্গের হস্ত গণনা ! পয়ার । এমন স্বশ্চির্য্য লীল। সকলে দেপিল । তবু প্ৰভু পেয়ে কেহ চিনিতে নারিল ॥ ঙ্গেন মায় স্বয়ং এর যুগে যুগে আছে। মানুষ লীলার বেলা কে কবে চিনেছে । বদনে ব্ৰহ্মাণ্ড দেখাইল যশোদারে । - বাৎসলে তাচ্ছল্য জ্ঞানে চিনিতে ন পারে। যখন গৌরাঙ্গ রায় শচী মার ঘরে । আমি সেই আমি সেই বলে বারে বারে । সুরধুনী গঙ্গা জন্মে আমার চরণে। " ডুবিলি মায়ার কূপে আমারে না চিনে ॥ নদীয়ার নরনারী শচী মাকে কয়। পড়িতে পড়িতে উহার বায়ু উৰ্দ্ধ হয় ॥ গ্রহণের বেড়ি ভব বন্দন চরণে । বিষ্ণুতৈল শিরে দেয় শিখার মুগুণে ॥ আপনি হইয়। শান্ত জগৎ রঞ্জন । জ্যোতিজ্ঞ পণ্ডিত কাছে দিল দরশন ॥ সামুদ্রিক জানে ভাল হস্ত অঙ্ক দেখে ॥ তিন জনমের কথা বলে দেয় লোকে ॥ ং তার ঠাই গিয়া বলে গৌরাঙ্গ সুন্দর। " ডিন জনমের বাৰ্ত্ত কহত আমার। গণক বলেন আমি পাই গণনায়। মুৰ্বে ভূমি কৃষ্ণ ছিলে যশোদাতনয় ॥ নন্দ নামে গোপ বৃৈশু ছিল তব পিত।। আমাই গনন। '; হইবে মিথ্যা। ^= তা হইলে তুমি হও স্বয়ং অবতার। এ গণন। ভুল অদ্য হ'য়েছে আমার । প্রভু কন হে ঠাকুর আর আছে কাৰ্য্য। এর পূৰ্ব্বে কে ছিলাম করে দেহ ধাৰ্য । গণক বলেন তবে ফিরে ধরি হাত। ' এর পূৰ্ব্বে জন্মে তুমি ছিলে রঘুনাথ । দশরথ পুত্ৰ তুমি কৌশল্য উদরে । bারি অংশে জন্ম নিশ। অথোপা। নগরে ৷ গণনাতে টের পাই তোমার যে নাম । জগৎ মন রমতে তুমি ছিলে রাম ॥ তা হইলে তুমি হও স্বয়ং অবতার । নিশ্চয় গণনাভান্তি হ’য়েছে আমার ॥ কাণীয় দমন করে ডুবে কাণীদয়। রাণী বলে বাচাইল কাত্যায়ণী মায় ॥ যখন করেন লীলা মানব রূপেতে । তখন তাহাকে কেহ না পারে চিনিতে ॥ " যোগে বসি ধ্যান করে যত মুনিগণ । r এক গর্গ ধ্যান করে চিনিল তখন ॥ কশ্ব মুনি পারণা করিতে নি1েদয় । আপনি আসিয়া কৃষ্ণ তার অন্ন খায় ॥ ক্ৰোধে পরিপূর্ণ হয়ে মুনিবর কয়। গোয়ালের ছেলে মোর অন্ন মেরে দেয় ॥ যশোদা রাখিল বেঁধে তবু এসে খায়। ক্ৰোধ দেখি যশোদা ধরিল মুনি পায় । যশোদা বলে রে কৃষ্ণ অন্ন মার কেনে । কৃষ্ণ বলে আমারে ডাকিল কি কারণে । গৃহে বাধা এক কৃষ্ণ অlর কৃষ্ণ খায়। তবু মুনি চিনিতে নারিল দয়াময় ॥ বিস্ময় মানিয়া মুনি ধ্যানস্থ হইল। , ধ্যান করি বিশ্ব হরি তবে সে চিনিল ॥ কাৰ্য্যক্ষেত্রে তাহারে না চিনে কোন জন । পূৰ্ব্বেতে যেমন ভাব এখনও তেমন । সেই মত লীলা করে যশোমন্ত স্বত। শুনিতে তাহার লীলা বড়ই অদ্ভুত । শ্রবণে কলুষ ক্ষয় গোপ্লেকেতে বাস । কৃষ্ণভক্তি লাভ হয় কৰ্ম্ম কাগুনাশ ॥ w:৯ o, পাপে ধরা পরিপূর্ণ পাপাচ্ছন্নতায় । * , মন্দ সন্ধ অন্ধকারে হরি চন্দ্ৰেদয় ॥ শ্ৰীহরি চরিত্র সুধা রসনারসিল । হরি প্রেমানন্দে সবে হরি হরি বল هي ته يو با "قي بهي

  • :

.