পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেলাল তমালি এই হতভাগীকে বাড়ীতে স্থান দিয়ে তোমরা ম: ’বপদে পড়েছ । 'আমার জন্য তোমরা ঘরে-ঘরে ঝগড়া-বিবাদ ক বতে বসেছ । তোমার পায়ে ধরে বলছি দিদি, অমন কাজ কোরে না । আমরা কোথাকার কে, যে আমাদের জন্য তোমরা এমন - দ - স্থা করে ডেকে নিলে । আমাদের বিদায় করে দে ও । অ’ ম' : 1 অষ্টে বা থাকে, তাই হবে।” এই বলিয়া মানদা রস গুণ প’র পদদ্বয় জড়াইয়া ধরিলেন । রমাসুন্দরী ব্যস্তভাবে মানদাকে তুলিয়া বলি লেন “আমরা কি করব না করব, আমাদের কি হবে না হবে, বুঝি । তার জন্য তোকে ব্যস্ত হতে হবে না। : 'ক পথের ভিখারিণী করে দেবার জন্য আমি নিয়ে এসেদি মানদ: ,স কথা ও মনে করিস না । কে আমাদের কি করতে iারে, মঞ্চক না । সমাজের কথা বলছিস ? যে সমাজ তোকে "থে : ক করবার ব্যবস্থা দিতে পারে, সে সমাজ আমরা চাঙ্গনে আগে সেই কথাই সিধুকে বলছিলাম। তোকে আমরা : দেব না, তোকে কোথাও যেতে দেব না । সমাজের এই অঞ্চ সত্যাচার, এই গৰ্হিত ব্যবহার নিবারণ করবার জন্যই তোকে , মরা নিয়ে এসেছি। এই নয়-আলির বাড়ীর শেধ ইটখানা দ: , থাকতে BBBS BYB BK 0 BBS BBB BSS SBSS BBBB কি ? তুই উপলক্ষ মাত্র । তোকে উপলক্ষ করে আমার পুত্র সিদ্ধেশ্বর একটা কাজের মত কাজ করতে প্রস্তুত হয়ে: বলেছি ত, এতে আমাদের মধ্যে দুটো দল হবে । তাতে আম:দর দল যে ?Ꮻ?Ꮍ