পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ >२ ] সাত-আনির জমিদার শ্ৰীযুক্ত মনোহর চট্টোপাধ্যায় মহাশল্পের কৰ্ত্তব্য স্থির করিতে বিশেষ বিলম্ব হইল না, এবং সে জন্য অধিক চিন্তাও করিতে হইল না। একটু পরেই পীতাম্বর ঘটক ও অখিল পালকে ডাকাইয়া আনিয়া, তাই দিগকে গ্রামের মধ্যে প্রেরণ করিলেন ; এবং গ্রামে যাহারা উপস্থিত আছেন, তাহাদের মধ্যে যাহারা প্রধান ব্যক্তি, তাহাদিগকে সেইদিন সন্ধ্যার পরই সাত-অানির বাড়ীতে উপস্থিত হইবার জন্ত বিশেষ ভাবে অনুরোধ করিয়া পাঠাইলেন । সন্ধ্যার পরই সভা বসিল ; গ্রামের অনেকেই উপস্থিত হইলেন । ঐযুক্ত মনোহর বাবু তাঙ্গদের সম্মুখে কালাচাদ মুখোপাধ্যায়ের পত্ৰখানি পাঠ করির মত প্রকাশ করিলেন যে, এই পত্রের বিবরণ সে সত্য, তাহ। তিনি বিশেষ অনুসন্ধান করিয়া অবগত হইয়াছেন। এক্ষণে বৰ্ত্তমান ক্ষেত্রে কি কৰ্ত্তব্য, তাহাই অবধারণের জন্ত তিনি গ্রামের সকলকে ডাকিয়াছেন । যাহারা তাঙ্গার অনুগত ও আশিত,র্তাহারা সকলেই একবাক্যে বলিলেন যে, সিদ্ধেশ্বর চাটুর্যোকে সমাজে আচল করিতেই হইবে ; তবে তাহাকে এ সম্বন্ধে জানান কৰ্ত্তব্য । তিনি যদি দশজনের কথার অবাধ্য হইয়া উক্ত স্ত্রীলোককে আশ্রয় দেন, তাহা হইলে o o P